এনএনবি : চলতি বছরের প্রথমভাগে ভুলবশত দক্ষিণ কোরিয়ার জলসীমায় ভেসে আসা ৬ উত্তর কোরীয়কে নিজদেশে ফেরত পাঠাল সিউল।
এ ছয়জন বারবারই দেশে ফেরার ব্যাপারে প্রবল আগ্রহ প্রকাশ করেছেন, বলেছে দক্ষিণ কোরিয়ার পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়।
ছয়জনের মধ্যে দুইজন দক্ষিণ কোরিয়ার জলসীমায় ভেসে আসে মার্চে, এরপর টানা চার মাস তারা দক্ষিণে থাকল। পক্ষত্যাগকারী ছাড়া অন্য যে উত্তর কোরীয়রা ভুল করে দক্ষিণে পা রাখে, তাদের কাউকেই সিউল এর আগে এতদিন রাখেনি বলে জানিয়েছে বিবিসি।
বাকি চার নাবিক মে মাসে দুই কোরিয়ার মধ্যকার বিরোধপূর্ণ সমুদ্রসীমা পেরিয়ে ভুলবশত দক্ষিণে ভেসে আসে।
লি জে মিয়ং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর কোনো উত্তর কোরীয়কে দেশে ফেরত পাঠানোর ঘটনা এটাই প্রথম। ভোটের আগে মিয়ং দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এর আগেও একাধিকবার অনেক উত্তর কোরীয় ভুলবশত দক্ষিণের জলসীমায় চলে গিয়েছিলেন। সাধারণত ছোট, কাঠের নৌকায় থাকা আরোহীদের ক্ষেত্রে এমনটা ঘটে। কেননা এগুলো একবার ভেসে গেলে, সহজে দিক পরিবর্তন করতে পারে না।
অতীতে এ ধরনের ক্ষেত্রে দুই দেশের কর্তৃপক্ষ নিজেদের মধ্যে যোগাযোগ করে স্থলসীমান্ত দিয়ে ভুল করে অন্য দেশে ঢুকে যাওয়াদের ফেরত পাঠাতো।
২০২৩ সালের এপ্রিলে পিয়ংইয়ং দুই কোরিয়ার মধ্যে যোগাযোগের সকল লাইন বিচ্ছিন্ন করে দেয়। তারও ৮ মাস পর উত্তরের শীর্ষ নেতা কিম জং উন বলেন, দক্ষিণের সঙ্গে পুনরায় একত্রিত হওয়া আর সম্ভব নয়।
এখন কেবল মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘের কমান্ডের মাধ্যমে এবং গণমাধ্যমের সাহায্যে যোগাযোগের পথ খোলা।
সিউলের পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ছয়জনকে ফেরত পাঠানোর উদ্দেশ্যে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগে দুই দফা চেষ্টা করেছিল, কিন্তু পিয়ংইয়ংয়ের দিক থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি।
বুধবার সকালে যে পয়েন্ট দিয়ে ছয় উত্তর কোরীয়কে ফেরত পাঠানো হয়েছে সেখানে পিয়ংইয়ংয়ের কিছু টহল যান ও মাছ ধরার নৌকা দেখা যাওয়ায় এ প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে ‘পর্দার আড়ালে’ দুই কোরিয়ার মধ্যে সমঝোতা হয়েছে বলে অনেক পর্যবেক্ষকই মনে করছেন।
এখন এ ছয়জনকে উত্তর কোরিয়ায় ‘ব্যাপক জিজ্ঞাসাবাদের’ মুখে পড়তে হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
Leave a Reply