এনএনবি : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার রাতে ট্রাম্প হোয়াইট হাউজে নেতানিয়াহু ও তার সফরসঙ্গীদের নৈশভোজে আপ্যায়িত করেছেন।
নৈশভোজ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন দুই নেতা। এ সময় ট্রাম্প ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার সূচী ছিল বলে জানান এবং গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের বিতর্কিত প্রচেষ্টার অগ্রগতির ইঙ্গিত দেন।
নেতানিয়াহু জানান, ফিলিস্তিনিদের একটি ‘ভালো ভবিষ্যৎ’ দিতে পারবে এমন অন্য দেশগুলোর সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ফিলিস্তিনি ছিটমহল গাজার বাসিন্দাদের প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি; জানিয়েছে রয়টার্স।
নেতানিয়াহু বলেন, “লোকজন যদি থেকে যেতে চায়, তারা থাকতে পারবে, কিন্তু তারা যদি চলে যেতে চায়, তবে তাদের চলে যেতে দেওয়া উচিত।
“আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এমন দেশ খুঁজে পাওয়ার বিষয়ে যারা সবসময় যা বলে তা উপলদ্ধি করার চেষ্টা করবে, সেটি হল তারা ফিলিস্তিনিদের আরও ভালো একটি ভবিষ্যৎ দিতে চায়। আমার মনে হচ্ছে, আমরা এমন বেশ কিছু দেশ পাওয়ার কাছাকাছি আছি।”
ফিলিস্তিনিদের কোথায় স্থানান্তর করা হবে এমন প্রশ্নে ট্রাম্প জানান, ইসরায়েলের আশপাশের দেশগুলো সাহায্য করছে।
“আমরা আশপাশের দেশগুলো থেকে দারুণ সহযোগিতা পাচ্ছি, তাদের প্রত্যেকের কাছ থেকে দুর্দান্ত সহযোগিতা আসছে। তাই ভালো কিছু হবে,” বলেন তিনি।
ট্রাম্প চলতি বছরের প্রথমদিকে বলেছিলেন, ফিলিস্তিনিদের অন্য কোথাও পাঠিয়ে দিয়ে যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং ভূমধ্যসাগরের তীরবর্তী ভূখ-টিকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’য় পরিণত করবে।
গাজাবাসীরা ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র সমালোচনা করে কখনোই তাদের বাড়ি ছাড়বে না বলে প্রত্যয় জানিয়েছিল। মানবাধিকার গোষ্ঠীগুলো ট্রাম্পের এই পরিকল্পনাকে ‘জাতিগত নির্মূল’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছিল।
হোয়াইট হাউজে ট্রাম্প ও নেতানিয়াহু কয়েক ঘণ্টা ধরে কথা বলেছেন। তারপর রাতে ওয়াশিংটন ডিসির গেস্ট হাউজ ব্লেয়ার হাউজে যান। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় এখানে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করার কথা আছে তার।
নেতানিয়াহু যখন ওয়াশিংটনে তখন ইসরায়েলি কর্মকর্তারা কাতারের দোহায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত গাজা অস্ত্রবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির বিষয়ে আলোচনা করছেন।
নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের আগে ট্রাম্প অনুমান প্রকাশ করে বলেছেন, চলতি সপ্তাহেই গাজা অস্ত্রবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয়ে যেতে পারে।
ওয়াশিংটনের পথে রওনা হওয়ার আগে ডানপন্থি ইসরায়েলি নেতা নেতানিয়াহু বলেছেন, কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যে আলোচনা চলছে সেটি এগিয়ে নিতে ট্রাম্পের সঙ্গে তার আলোচনা সাহায্য করতে পারে।
ট্রাম্প জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর থেকে এই নিয়ে তৃতীয়বার নেতানিয়াহুর সঙ্গে তার মুখোমুখি সাক্ষাৎ হল।
ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন ইরানের সঙ্গে বৈঠক করবে।
“ইরানের সঙ্গে আলোচনার সময়সূচী আছে আমাদের আর তারা… আলোচনা করতে চায়। তারা বড় ধরনের আঘাত সহ্য করেছে,” বলেছেন ট্রাম্প।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, আগামী সপ্তাহে বা ওই রকম কোনো সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
Leave a Reply