কাগজ প্রতিবেদক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘সংস্কার, বিচার ও নির্বাচন’ এই তিনটি দাবিতে আমরা আন্দোলন করেছিলাম। বাংলাদেশের মানুষ ব্যবসা করতে পারছে না। আমাদের মা-বোনেরা ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারছে না। দেখেন পাবলিক বলছে, আমি বলছিনা, বিএনপির কি গুন, নয় মাসে দেড়শো খুন। চাঁদা তোলে পল্টনে চলে যাই লন্ডনে। আমি বলছিনা কিন্তু। এগুলো দেখার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম। আমরা চাই এই দেশ শান্তি হোক। সবার অধিকার বস্তবায়ন হোক। ব্যবসায়ীরা চাঁদা বিহীন মুক্ত জীবন যাপন করতে পারে আমরা সে রকম দেশ চাই। বুধবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী-খোকসা উপজেলা শাখার আয়োজনে পৌর বাসস্টান্ড এলাকায় গণ-সমাবেশে এসব কথা বলেন তিনি। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, সাবেক সিইসি প্রধান হাবিবুল আওয়াল বলেছেন, সংস্কার ব্যতীত যদি নির্বাচন হয়, এক হাজার বছর নির্বাচন করলেও কোনো দিন সুষ্টু নির্বাচন হবে না। আসলে সংস্কার ব্যতীত নির্বাচন করে সেই নির্বাচন সুষ্টু নির্বাচন হবে না।
তিনি আরও বলেন, বিএনপি জাতীয় সংসদ গঠন করতে চাই। সবাইকে সাথে নিয়ে জাতীয় সংসদ গঠনের এজন্য পিআর সিস্টেমে নির্বাচন করা চাই। সবাই সংসদে যাওয়ার উত্তম পদ্ধতি পিআর। পিআর সিস্টেমে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয়। তাহলে সকল আদর্শের মানুষ গুলো সংসদে যেতে পারবে। তাহলে সার্বজনীন সংসদ হবে। তখন সকল দাবিদাওয়া সংসদে পেশ করতে পারবে, রাস্তায় হরতাল করতে হবে না।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আমি মনে করি মব খারাপ একটা জিনিস। মব আওয়ামী লীগের আমলে হয়েছে। আয়নাঘর কি মব নয়? নির্বিচারে মানুষকে হত্যা করা কি মব নয়? মানুষকে গুম করা কি মব নয়? আমিও মবের শিকার হয়েছিলাম। আমাকেও এসাল্ট করা হয়েছিল। মব সাংস্কৃতি বন্ধ করা উচিৎ। মব যেন না হয় সেই ব্যবস্থা করা উচিৎ।
ইসলামী আন্দোলনের গণ সমাবেশে সংগঠনের খোকসা উপজেলা শাখার সভাপতি আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ইসলামি আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান, প্রশিক্ষন সম্পাদক মাওলানা নুরুল আকরাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, সহকারী দপ্তর সম্পাদক মাওলানা কেএম শারিয়তুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আহমদ আলী, সেক্রেটারী জিএম তাওহীদ আনোয়ার, কলরবের পরিচালক মুফতি সাঈদ আহমেদ প্রমূখ।
Leave a Reply