ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ দাউদ (৩০) নামের এক অস্ত্র কারবারি কে গ্রেফতার করেছে। গতকাল বুধবার ভোররাতে তার নিজবাড়ী থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি দেশীয় শর্টগান, এক রাউন্ড একটি তাজা কার্তুজ, ১টি রামদা, ১ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তার এই গ্রেফতারে স্বস্তি নেমে এসেছে ধরমপুর এলাকায়। সে ভেড়ামারা উপজেলার উত্তরভবানীপুর মুড়ির মিল সংলগ্ন আজগর আলীর পুত্র। সূত্র জানিয়েছে, ধরমপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়শই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্র“প। শক্তি বৃদ্ধির লক্ষেই একটি গ্র“প সশস্ত্র সন্ত্রাসীদের এলাকায় জড়ো করার খবর নিশ্চিত হয়েই কুষ্টিয়া সেনাক্যাম্পের চৌকস একটি দল অভিযান চালায় ধরমপুরে। এসময় দাউদের বাড়ি ঘিরে অভিযান শুরু করে আটক করা হয়। পরে দাউদের স্বীকারোক্তির প্রেক্ষিতে ঘরের চাতাল থেকে একটি দেশীয় শর্টগান, একটি তাজ কারতুজ, ১টি রামদা এবং মোবাইল ফোন উদ্ধার করে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আবদুর রব তালুকদার জানিয়েছেন, এ বিষয়ে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এফ) ১৯ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply