1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 10:01 am

প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে: আলমডাঙ্গায় এনসিপির পথসভায় আখতার হোসেন

  • প্রকাশিত সময় Wednesday, July 9, 2025
  • 57 বার পড়া হয়েছে

বশিরুল আলম,আলমডাঙ্গা থেকে ॥ চলমান “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বুধবার (৯ জুলাই) দুপুর ১টায় আলতায়েবা মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, “আমরা এমন রাষ্ট্র চাই, যেখানে ধর্ম, শ্রেণি, পেশা নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত হবে। দেশের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত—আমরাও প্রস্তুত।”তিনি আরো বলেন, “বর্তমান সংবিধান সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ। আমরা চাই এমন একটি সংবিধান, যেখানে খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা থাকবে কেন্দ্রবিন্দুতে।”অতীত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, “শেখ হাসিনার আমলে মানুষের অধিকার লঙ্ঘিত হয়েছে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্ত জরুরি। ভারত সরকার তাকে আশ্রয় দিয়ে মানবতাবিরোধী অবস্থান নিয়েছে, যা ইতিহাসে লেখা থাকবে।” তবে এই রাজনৈতিক কর্মসূচি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে শিক্ষার্থীদের অপ্রত্যাশিত উপস্থিতি নিয়ে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে হাটবোয়ালিয়া এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে এনসিপি নেতাদের শুভেচ্ছা জানান। উপস্থিত ছিল নতুন কুড়ি স্কুল অ্যান্ড কলেজ, মেরিট মডেল স্কুল, হাটবোয়ালিয়া বালিকা বিদ্যালয় এবং হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীরা। শিক্ষাবিষয়ক বিশ্লেষকরা মনে করছেন, ক্লাস চলাকালীন সময় শিক্ষার্থীদের এমন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর বার্তা দেয়। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটায় এবং রাজনৈতিক উদ্দেশ্যে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজেই পথসভা থেকে বলেন, “তোমাদের ভালোবাসায় আমরা গর্বিত, তবে পড়াশোনাই এখন তোমাদের প্রধান দায়িত্ব। ক্লাস ফেলে পথে আসা কখনোই কাম্য নয়।” পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক এহসান। স্থানীয়দের মতে, রাজনৈতিক সচেতনতা তৈরিতে পথসভাটি গুরুত্বপূর্ণ হলেও, শিক্ষার্থীদের ক্লাস ফেলে রাস্তায় দাঁড় করিয়ে রাখা অনভিপ্রেত। এনসিপির নেতারা জানিয়েছেন, জুলাইজুড়ে সারা দেশে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। তবে আগামী কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যবহার না করার ব্যাপারে সামাজিক সচেতনতা জরুরি বলে মত দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640