এনএনবি : চীনের তিব্বত অঞ্চলে ভারি বৃষ্টির ফলে নেপালের ভোটে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পানির তীব্র তোড়ে নেপাল ও চীনকে সংযুক্তকারী মৈত্রী সেতু (ফ্রেন্ডশিপ ব্রিজ) ভেসে গেছে।
অন্তত দুই ডজন মানুষ নিখোঁজ হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে কর্তৃপক্ষ। নেপালে অন্তত ১৮ জন মানুষ নিখোঁজ রয়েছেন। চীনা সীমান্তে আরও ১১ জন নিখোঁজ হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া জানিয়েছে।
নেপালে নিখোঁজদের মধ্যে ৬ জন চীনা কর্মী এবং তিনজন পুলিশ সসদ্য রয়েছেন। জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরেমএ) এ তথ্য জানিয়েছে। বন্যায় আটটি বৈদ্যুতিক গাড়ি ভেসে গেছে এবং একটি ছোট জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও এক্স-এ জানিয়েছে তারা।
নিখোঁজ চীনা নাগরিকরা কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে একটি ইনল্যান্ড কন্টেইনারের ডিপোতে কর্মরত ছিলেন বলে জানান রাসুয়া জেলার সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা অর্জুন পডেল।
“নদীতে চীন থেকে আমদানিকৃত পণ্যবোঝাই কয়েকটি কনটেইনারও ভেসে গেছে। এতে বড়ধরনের ক্ষতি হয়েছে। আমরা বিস্তারিত তথ্য সংগ্রহ করছি,” বার্তাসংস্থা রয়টার্স-কে বলেন তিনি।
নেপালের সেনাবাহিনী এখন পর্যনত ১১ জনকে উদ্ধার করেছে এবং উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানান সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বাসনেত।
রয়টার্স লিখেছে, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাম্প্রতিক বছরগুলোতে নেপালে সড়ক, বিদ্যুৎকেন্দ্র ও হাসপাতাল খাতে চীন তাদের বিনিয়োগ বাড়িয়েছে।
ওদিকে, টানা ভারি বর্ষণে গত কয়েকদিনে চীনের কিছু অঞ্চলেও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। অন্যদিকে, পাকিস্তানেও ভয়াবহ বন্যা ও বৃষ্টিজনিত দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে।
গত ২৬ জুন থেকে বন্যা, ভূমিধস ও ঘরবাড়ি ধসে অন্তত ৭৯ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৮ জন শিশু রয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।
Leave a Reply