কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া শহরের কালিশংকরপুরে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কামরুল হুদা ও ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলার অধ্যাপক অনুপম হুদার বাড়ীর সামনে পৌর ডাষ্টবিনটি এখন এলাকাবাসীর বিষ ফোঁড়ায় পরিণত হয়েছে। মৃত মুরগীর নাড়ি-ভুড়ি, পচা-বাঁসি খাবার, গরুর গোবরসহ তাবত উচ্ছিষ্টাংশ ফেলা হয় এখানে। তাও ডাষ্টবিনের ভেতরে নয়। রাস্তার ওপার থেকে পলিথিনের মধ্যে বাড়ীর যাবতীয় ময়লা ভরে দুর থেকে ছুড়ে মারেন কেউ কেউ। এতে কোন কোন সময় ময়লা ডাষ্টবিনে না পড়ে রাস্তায়ও পড়ে থাকে। এতে পরিবেশের দারুন প্রভাব পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, পৌরসভা সপ্তাহে একদিন বা কোন কোন সময় দুই-তিন সপ্তাহ পর ময়লা নেয় এই ডাষ্টবিন থেকে। দুই-তিন সপ্তাহ পর্যন্ত ময়লা আবর্জনা ডাষ্টবিনে পচে মারাত্মক দুর্গন্ধের সৃষ্টি হয়। এতে এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। আশপাশের বাড়ীর মানুষ ডাষ্টবিনের দুর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছেন। বর্তমানে শিক্ষাবিদ অধ্যাপক কামরুল হুদা স্বস্ত্রীক অসুস্থ্য হয়ে বাড়ীতে অবস্থান করছেন। এ অবস্থায় বাড়ীর সামনের ডাষ্টবিনের দুর্গন্ধে তাদের বাড়ীতে বসবাস অনুপোযোগী হয়ে পড়েছে। কালিশংকরপুর জেহের আলী বিশ^াস লেনের পৌর ডাষ্টবিনটি এখন উপকারের পরিবর্তে ‘ বিষফোঁড়া’য় পরিণত হয়েছে। না পারছেন তুলতে, না পারছেন গন্ধে এলাকায় বসবাস করতে। গতকাল সরজমিনে কালিশংকরপুর জেহের আলী বিশ^াস লেনে গেলে দেখা যায়, উক্ত ডাষ্টবিনকে ঘিরে বেশ কয়েকটি কুকুর, গরু ময়লা আবর্জনার ভেতর থেকে খুঁজে খুঁজে খাবার খাচ্ছে। কাছে যেতেই দুটি কুকুর কিছু নাড়ি-ভুড়ি মুখে করে দৌড়ে পালিয়ে গেল। গরুগুলো একটা আরেকটা ঢুস মারছে আর ময়লা-আবর্জনা চারিদিকে ছিটাচ্ছে। এতে দুর্গন্ধ আরও কয়েকগুণ বেড়ে যায়। গন্ধ সহ্য করতে না পেরে নাক-মুখ চেপে পাশ দিয়ে সাধারণ পথচারীরা রাস্তা অতিক্রম করছেন। ক্যামেরা দেখে দুজন পথচারী এগিয়ে এসে জানালো, ভাই এই ডাষ্টবিনের গন্ধে এ রাস্তা দিয়ে যাওয়া যায় না। এটা এখান থেকে সরানো যায় না। একটু দেখেন পৌরসভাকে বলে, কিছু হয় নাকি। এ রকম আবাসিক এলাকায় ডাষ্টবিন হয় নাকি। এলাকাবাসী আফতাব উদ্দিন জানালো, বেশ কিছুদিন থেকে এ ডাষ্টবিনের কারণে এলাকার পরিবেশ দুষিত হয়ে পড়েছে। পৌরসভাকে আমার মৌখিক ভাবে জানিয়েছে কিন্তু কোন কাজ হয় না। এলাকার জনপ্রতিনিধিকে অনেকবার বলা হয়েছে তিনিও গুরুত্ব দেননি। কলেজ পড়–য়া ছাত্রী মহুয়া জানালো, সে প্রতিদিন এখান দিয়ে কোচিং যায়। কিন্তু ডাষ্টবিনের কাছে আসলেই নাক-মুখে কাপড় দিয়ে যেতে হয়। যতক্ষণ পর্যন্ত ডাষ্টবিন অতিক্রম না হয় ততক্ষণ পর্যন্ত নাক-মুখ খোলা যায় না। সেও দাবী জানালো এমন আবাসিক এলাকায় ডাষ্টবিন স্থাপন হয় না। এটাকে অপসারণ জরুরী বলে মনে করেন তিনি। অধ্যাপক কামরুল হুদার ছেলে রজত জানালো, তাঁর পিতা লেখা পড়া শেষে করে ঢাকা কলেজে শিক্ষকতার মধ্যদিয়ে কর্মজীবন শুরু করেন। এর পর কুষ্টিয়া সরকারী কলেজসহ দেশের বিভিন্ন জেলা শহরের কলেজে অধ্যাপনা করেছেন। ১৯৮৩ সাল থেকে রাজশাহী শিক্ষাবোর্ডের কন্টোলার এবং চেয়ারম্যানের চলতি দায়িত্ব পালন করেছেন। এর পর ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ঢাকা শিক্ষাবোর্ডের সেক্রেটারী ও চেয়ারম্যান হিসেবে চলতি দায়িত্ব পালন করেছেন। ৬ ছেলে ১ কন্যা সন্তানের জনক অধ্যাপক কামরুল হুদা জীবনে অত্যান্ত দক্ষতা এবং সততার সাথে শিক্ষকতা করেছেন। জীবনে কোনদিন কারো সঙ্গে আপোস করে চাকুরী করেননি। সরকারী নিয়মের বাইরে কখনও যাননি। ১৯৯৫ সালে এই বিশিষ্ট শিক্ষাবিদ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হয়ে অবসরে যান। এর পর থেকে গবেষণা, লেখা পড়া করেই সময় অতিবাহিত করেছেন। রজত আরও জানায়, ভাই ডাষ্টবিনের গন্ধে আমার বৃদ্ধ অসুস্থ্য পিতা-মাতা আরও অসুস্থ্য হয়ে পড়েছেন। কোন কিছু করতে পারছি না। এলাকাবাসী রাস্তার ওপার থেকে ময়লার স্তুুপ ছুড়ে মারায় পরিবেশ আরও বেশি খারাপ হচ্ছে। এ ব্যাপারে বেশ কয়েকবার বলার পরও কেউ কর্তপাত করে না। ডাষ্টবিন না থাকলে হয়তো তারা এভাবে ময়লা ফেলতো না। তিনিও ডাষ্টবিনটি অপসারণ দাবী করেছেন। অধ্যাপক কামরুল হুদার ৭ সন্তানের মধ্যে সকলেই উচ্চ শিক্ষিত। পঞ্চম ছেলে অনুপম হুদা এস, এস,সি, এইচ, এসসি এবং মাষ্টার্সে সর্বচ্চ কৃতিত্ব অর্জন করেন। এর পর তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলায় শিক্ষকতায় যোগ দেন। বাংলাদেশে যে কয়জন চিত্র শিল্পী তাদের মধ্যে অনুপম হুদা অন্যতম। তাঁর অসাধারণ চিত্রাংকন, কারুকার্যের কারণে তিনি বহু কৃতিত্ব অর্জন করেছেন। বর্তমানে অনুপম হুদা চারুকলার অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রজত আরও জানায়, তাদের বাড়ীর সামনে অনেক জায়গা। এলাকার মানুষ তার পিতাকে বলেছিলেন বাড়ীর সামনে এত জায়গা আপনি ঘিরে রাখুন। তিনি সরকারী জায়গা ঘিরতে পারেন না বলে এলাকাবাসীকে জানিয়েছিলেন। তিনি স্বউদ্যোগে বেশ কিছু ফুলগাছ, কুল গাছ লাগিয়েছিলেন যাতে পথচলতি মানুষ একটু ছায়া পায় ফল খেতে ফুল দেখে সৌন্দয্য উপভোগ করে। এলাকার কয়েকজন মুরব্বী জানালো, স্যার কামরুল হুদা একজন সৎ, বিনয়ী হওয়ায় আজকে তার সরলতা, সততা তাকেই আঁখড়ে ধরেছে। এই বৃদ্ধ বয়সে অসুস্থ্য অবস্থায় এমন ডাষ্টবিনের দুুুর্গন্ধের মধ্যে বাড়ীতে বসবাস করতে হচ্ছে। এটা মানা যায় না। এখান থেকে ডাষ্টবিনটি অপসারণ করা জরুরী বলে মনে করেন তারা। এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক জহুরুল ইসলাম জানালো, পৌর এলাকার পরিসর অনুযায়ী ময়লা টানা গাড়ি দরকরা অন্তত ৪০টি সেখানে গাড়ী মাত্র ১১টি। এত অল্প গাড়ি দিয়ে প্রতিদিন ওই ডাষ্টবিন থেকে ময়লা তোলা সম্ভব নয়। ডাষ্টবিনটি অপসারণ জরুরী প্রসঙ্গে তিনি বলেন, ওই ডাষ্টবিনটি অপসারণের কোন পরিকল্পনা পৌরসভার নেই।
Leave a Reply