এনএনবি : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, উন্নয়নশীল দেশগুলোর জোট ব্রিকসের ‘আমেরিকাবিরোধী নীতির’ সঙ্গে যে দেশেই একাত্ম হবে তার ওপরই যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবে।
রাশিয়া-চীন নেতৃত্বাধীন ব্রিকসের সপ্তদশ শীর্ষ সম্মেলন রোববার ব্রাজিলে শুরু হয়েছে। এতে ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং সশরীরে উপস্থিত না থাকলেও যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী ও সিরিল রামাফোসাসহ ডজনখানেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা।
বিশ্বের গুরুত্বপূর্ণ অর্থনীতির প্রতিনিধিত্বকারী দেশগুলোর জোট জি৭ ও জি২০ মূলত নিজেদের মধ্যকার বিভক্তি আর ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে বিচলিত হয়ে অনেকটাই অকার্যকর হয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে সহিংস সংঘাত ও বাণিজ্যযুদ্ধের মধ্যেই ব্রিকস নিজেদেরকে হাজির করছে বহুপাক্ষিক কূটনীতির একটি নিরাপদ আশ্রয়স্থল হিসেবে, বলছে বার্তা সংস্থা রয়টার্স।
রোববার বিকালে ব্রিকসের এবারের রিউ দি জানেইরু সম্মেলনের উদ্বোধনী দিনের যৌথ বিবৃতি প্রকাশিত হয়। তাতে আকারে-ইঙ্গিতে ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে জোটটি শুল্কের কারণে বিশ্ব বাণিজ্যের ওপর হুমকি ক্রমশ বাড়ছে বলে সতর্ক করে।
এর কয়েক ঘণ্টা পর ট্রাম্প ব্রিকসের সঙ্গে যুক্ত হতে চাওয়া দেশগুলোকে শাস্তি দেওয়ার হুমকি দেন।
“কোনো দেশ যদি ব্রিকসের আমেরিকা-বিরোধী নীতির সঙ্গে নিজেদের একাত্ম করে, তাদের ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে। এর কোনো ব্যতিক্রম থাকবে না। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ,” ট্রুথ সোশ্যালে দেওয় পোস্টে বলেছেন তিনি।
তবে ‘আমেরিকাবিরোধী নীতি’ বলতে তিনি কি বুঝিয়েছেন, পোস্টে ট্রাম্প তা খোলাসা করেননি।
এপ্রিলে ট্রাম্প বিভিন্ন দেশের ওপর বাড়তি যে সম্পূরক শুল্ক আরোপ করেছিলেন, তা বুধবার পর্যন্ত স্থগিত আছে। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে অনেক দেশই চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখন চলছে শেষ মুহূর্তের দরকষাকষি।
ব্রিকসের প্রথম সম্মেলন হয়েছিল ২০০৯ সালে। সেসময় অবশ্য জোটের নাম ছিল ব্রিক। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন ছিল এর সদস্য। পরে দক্ষিণ আফ্রিকা যুক্ত হওয়ার পর জোটের নামের শেষে ‘এস’ যোগ হয়। গত বছর এ জোটে আনুষ্ঠানিকভাবে মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয়েছে।
সৌদি আরবকে আমন্ত্রণ জানানো হলেও, তারা এখনও জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়নি বলে একাধিক সূত্র রয়টার্সকে বলেছে। আরও ৩০টি দেশ হয় পূর্ণ সদস্যপদ না হয় অংশীদার হতে আবেদন করেছে।
ট্রাম্পের হুমকির পর ব্রিকস বা এর সদস্য দেশগুলোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইন্দোনেশিয়ার ঊর্ধ্বতন অর্থমন্ত্রী আইলাংগা হারতাতো ব্রিকস সম্মেলনে অংশ নিতে ব্রাজিল গিয়েছেন, শুল্ক নিয়ে আলোচনা করতে সোমবার তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা বলে রয়টার্সকে জানিয়েছেন এক কর্মকর্তা।
ট্রাম্পের হুমকি এবং ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি আলোচনায় এর প্রভাব নিয়ে মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্মেলনের শুরুতে উদ্বোধনী ভাষণে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা স্নায়ুযুদ্ধকালীন জোট-নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে ব্রিকসের তুলনা টেনেছেন।
“ব্রিকস হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের উত্তরসূরি। বহুপাক্ষিকতাবাদ যেহেতু আক্রান্ত, আমাদের স্বায়ত্তশাসনও প্রশ্নের মুখে,” বলেছেন তিনি।
ব্রিকস এখন বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি অংশের প্রতিনিধিত্ব করে, বিশ্ব অর্থনীতিতে এর হিস্যাও প্রায় ৪০%, শনিবার ব্যবসায়িক নেতাদের সঙ্গে কথোপকথনে সংরক্ষণবাদের উত্থান নিয়ে সতর্ক করতে গিয়ে এমনটাই জানিয়েছিলেন লুলা।
রিউ দি জানেইরুর মিউজিয়াম অব মডার্ন আর্টে এবারের দুই দিনের সম্মেলনেও নিজেদের ‘গ্লোবাল সাউথের’ প্রতিনিধি দাবি করা জোটের নেতারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জোর তাগাদা দিয়েছেন।
“যদি বৈশ্বিক শাসনব্যবস্থায় ২১ শতকের নতুন বহমেরু বাস্তবতা প্রতিফলিত না হয়, তাহলে সেটাকে যুগোপযোগী করার দায়িত্ব ব্রিকসের ওপর বর্তায়,” মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যুদ্ধে ব্যর্থতার ওপর আলোকপাত করতে গিয়ে উদ্বোধনী ভাষণে বলেন লুলা।
পরে জোটের নেতাদের যৌথ বিবৃতিতেও ইরানের ‘বেসামরিক স্থাপনা ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায়’ হামলাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ অ্যাখ্যা দেওয়া হয়েছে।
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশের পাশাপাশি যৌথ বিবৃতিতে জোটটি ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘সন্ত্রাসী হামলার’ কড়া নিন্দাও জানিয়েছে।
Leave a Reply