ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয় নের ফয়জুল্লাহপুর এলাকা সংলগ্ন পদ্মা নদী পাড়ে কমান্ডো স্টাইলে গ্রামবাসির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসি। গত রবিবার (০৬ জুলাই) বিকেল ৪টায় রায়টা ও ফয়জুল্লাহপুর গ্রামবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেন এলাকার শতাধিক নারী-পুরুষ ও শিশুরা। এসময় তারা জানান, পদ্মা নদীর ভাঙন আতঙ্কে রয়েছে ফয়জুল্লাহপুর গ্রাম। তার ওপর নদীর তীর দিয়ে প্রতিদিনই বালু ভর্তি কার্গো ট্রলার চলাচলের কারণে তীব্র ভাঙন হচ্ছে। বাঁধা দিতে গেলে পড়তে হচ্ছে গুলির মুখে। গুলিবর্ষণে সাথে জড়িত বালু ব্যবসায়ী শামীম সরকার ও বেলাল বাহিনীর চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচারের পাশাপাশি কঠোর শাস্তির দাবিও করা হয় মানববন্ধন থেকে। এর আগে গেল কয়েকদিন ধরে পদ্মা নদীতে বালুবহনকারী নৌকা চলাচলে কৃষিজমিসহ নদীপাড়ে ব্যাপক ভাঙন সৃষ্টি হয়। এতে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই নিয়ে ওই এলাকার ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয়। এতেই ক্ষুব্ধ হয়ে গতকাল শনিবার সকালে একটি স্পিডবোটে বালু ব্যবসায়ী শামীম সরকার ও বেলাল বাহিনীর নেতৃত্বে কতিপয় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত গুলি চালায় রায়টা-ফয়জুল্লাহপুর বালির ঘাটে। তারা এসে গুলি করেই মুহূর্তেই পালিয়ে যান। এতে গুলিবিদ্ধ হন আমিরুল ইসলাম নামে স্থানীয় একব্যক্তি। এঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, এঘটনায় থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। তবুও বিষয়টি নিয়ে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। অপরাধীদের ধরতে পুলিশি অভিযান চলমান রয়েছে।
Leave a Reply