বশিরুল আলম,আলমডাঙ্গা ব্যুরো ॥ সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সভাপতি নাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক নাজমুল হক শাওন। ১৫টি পদে অনুষ্ঠিত নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ হক ও সাইফুল হুদা। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম ও সোহেল তামজিদ। কোষাধক্ষ্য শাহরিয়ার শরীফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জু আহমেদ, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম রোকন, ধর্মীয় বিষয়ক সম্পাদক একলাচ উদ্দিন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী ফারুক আহমেদ সোহাগ, ক্রীড?া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন আলী, প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান। কার্যনির্বাহী সদস্য সেলিম রেজা, কার্যনির্বাহী সদস্য আরিফুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য খন্দকার সালাউদ্দিন।গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত আলমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ৩১ জন ভোটারের মধ্যে ৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আলমডাঙ্গা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সোনালী ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ সিরাজুল ইসলাম। সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক সোনালী ব্যাংকের ব্যবস্থাপক শহিদুল ইসলাম ও অ্যাডভোকেট ইকরামুল হক। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন হারদী এম এস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক। নির্ধারিত সময় শেষ হলে বেলা তিনটার দিকে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সাবেক সোনালী ব্যাংকের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদিকে নির্বাচন পর্যবেক্ষন করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান পিপিএম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বশিরুল আলম। নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক বিপুল আশরাফ, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক প্রথম আলো পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম শনি, সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি হোসাইন মালিক, বিজয় টিভির জেলা প্রতিনিধি পলাশ, দৈনিক মাথাভাঙ্গার বাত্রা সম্পাদক আহাদ আলী মোল্লা, আশরাফুল ইসলাম ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সিনিয়র রিপোর্টার সানভি।
Leave a Reply