এনএনবি : ফিনল্যান্ডের তামপেরে শহরে একটি শপিং মলের কাছে ছুরি হামলায় চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই।
বৃহস্পতিবারের এ হামলার সঙ্গে সন্ত্রাসবাদ বা জাতিগত বিদ্বেষের কোনো যোগসাজশ নেই, পুলিশের বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
তামপেরে ফিনল্যান্ডের তৃতীয় বৃহত্তম শহর। এটি রাজধানী হেলসিংকি থেকে ১৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
ছুরি হামলায় আহতদের বর্তমান অবস্থা নিয়ে কিছু জানা যায়নি। গ্রেপ্তার সন্দেহভাজনকে নিয়েও বিস্তারিত কিছু বলেনি পুলিশ।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে রাটিনা শপিং সেন্টারের কাছে এ হামলার ঘটনা ঘটে বলে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফিনিশ দৈনিক ইলতা-সানোমাত জানায়, পুলিশ যখন ঘটনাস্থলে উপস্থিত হয় তখন পথচারীরা মাটিতে শুয়ে থাকা দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন বলে এক প্রত্যক্ষদর্শী দেখেছেন।
যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি ফিনল্যান্ডের নাগরিক এবং তার বয়স ২০ এর ঘরে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
Leave a Reply