এনএনবি : নানাবিধ সমস্যার মধ্যেও সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে দেশের রপ্তানি আয় ৮ দশমিক ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে এ অর্জন রপ্তানিকারকদের দুই অঙ্কের প্রবৃদ্ধি অর্জনের প্রত্যাশা পূরণ করতে পারেনি।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করেছে, যা আগের ২০২৩-২৪ অর্থবছরের ৪৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি।ইপিবির মতে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও কাস্টমসের কার্যক্রম পুরোপুরি সচল থাকলে রপ্তানির চিত্র আরও ভালো হতে পারতো। তাদের দাবি, জুনের শেষভাগে এনবিআরের কর্মকর্তাদের আন্দোলনের ফলে আমদানি-রপ্তানির স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে সামগ্রিক রপ্তানি আয় কিছুটা কম হয়েছে। জাতীয় রপ্তানির মূল চালিকাশক্তি তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে ২০২৪-২৫ অর্থবছরে আয় হয়েছে ৩৯ দশমিক ৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের ৩৬ দশমিক ১৫ বিলিয়নের চেয়ে ৮ দশমিক ৮৪ শতাংশ বেশি। এরমধ্যে নিট পোশাক রপ্তানি আয় ৯ দশমিক ৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরে ছিল ১৯ দশমিক ২৮ বিলিয়ন ডলার।২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করেছে, যা আগের ২০২৩-২৪ অর্থবছরের ৪৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের তুলনায় ৮ দশমিক ৫৮ শতাংশ বেশি।- ইপিবির তথ্য এছাড়া, হোম টেক্সটাইল রপ্তানি ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে ৮৭২ মিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরে ছিল ৮৫১ মিলিয়ন ডলার। বিশেষায়িত টেক্সটাইল পণ্যের রপ্তানি ১৩ দশমিক ৩৭ শতাংশ বেড়ে ৩৮২ মিলিয়ন ডলারে পৌঁছেছে। অন্যদিকে, চলতি বছরের জুন মাসে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে রপ্তানি আয় হয়েছে ২ দশমিক ৭৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩১ শতাংশ কম। এরমধ্যে নিট পোশাক রপ্তানি হয়েছে ১ দশমিক ৫৪ বিলিয়ন ডলার, যা ৪ দশমিক ০৪ শতাংশ হ্রাস পেয়েছে। ওভেন পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৮ দশমিক ৯৬ শতাংশ কম। বাংলাদেশে গত বছরের জুলাই ও আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের ফলে ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের বিঘœ ঘটে। কোটা আন্দোলন একপর্যায়ে গণঅভ্যুত্থানে রূপ নিলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন শেখ হাসিনা। আন্দোলনের দিনগুলোতে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও প্রশাসনিক স্থবিরতার কারণে ব্যবসা-বাণিজ্য এবং রপ্তানি কার্যক্রমে বিরূপ প্রভাব পড়ে, বলছেন খাত সংশ্লিষ্টরা।
Leave a Reply