1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 6:32 pm

জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয়: তারেক রহমান

  • প্রকাশিত সময় Wednesday, July 2, 2025
  • 54 বার পড়া হয়েছে

ঢাকা অফিস ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার অনেকগুলো সংস্কারের উদ্যোগ নিয়েছে, বিভিন্ন বিষয়ে রিফর্ম করেছে। কিন্তু এই সংস্কারের প্রস্তাব আমরা দেশের মানুষের কাছে দুই বছর আগেই দিয়েছি। কিছু কিছু জিনিসের সঙ্গে আমরা একমত নই। তারপরও আমরা ছাড় দিয়েছি, মেনে নিয়েছি। যাতে নির্বাচনে সব দল আসে। কিন্তু ছাড় দেওয়ার অর্থ এই নয় যে অন্য ব্যাপারে ছাড় দেব। জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয়।’আজ বুধবার বিকেলে পটুয়াখালীর জিমনেশিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন।তারেক রহমান বলেন, ‘দেশের ভোটারের অধিকাংশ বিএনপির পক্ষে—সেই কারণে একটি বড় দল হিসেবে বিএনপি অনেক ছাড় দিয়েছে। আমাদের নীতি-আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরব। এ ছাড়া স্বৈরাচারকে বিতাড়িত করতে বিএনপির পাশাপাশি আরও অনেকের অবদান রয়েছে। এ কারণে ছোট ছোট রাজনৈতিক দলের সঙ্গে বসতে হবে, আলোচনা করতে হবে।’প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘গত ১৫ বছরে আমাদের ৭০০ নেতা-কর্মী নিহত হয়েছেন। হাজার হাজার নেতা-কর্মী আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন।’নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে দেশের ও মানুষের প্রতি আমাদের দায়িত্ব বেশি। সহকর্মীবৃন্দ, মানুষের আপনাদের কাছে প্রত্যাশা রয়েছে, সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণের সমর্থন আপনার পক্ষে রাখুন।’তারেক রহমান নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘মানুষের প্রত্যাশা অনুযায়ী বিগত ফাসিস্ট সরকার কাজ করেনি। তাই তারা পালিয়ে গিয়েছে। তাই মানুষের প্রত্যাশা রাখতে হবে। আপনাদের কাছে আহ্বান, আমরা এমন কোনো কাজ করব না যে কাজের কারণে মানুষ আমাদের প্রতি বিরক্ত হবে।’সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া সভাপতিত্ব করেন। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি আলতাফ হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় বিএনপির ডজনখানেক নেতা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640