বিনোদন প্রতিবেদক ॥ দেশের অন্যতম জনপ্রিয় গানের দল জলের গান-এর ভোকাল রাহুল আনন্দ দেশ ছেড়েছেন। গত বছর গণ-অভ্যুত্থানের সময় কে বা কারা তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে পুড়ে যায় তার সবকিছু। তার কদিন পরই সপরিবারে দেশান্তরি হন এই শিল্পী। ৩০ জুন ছিল তার জন্মদিন। দেশান্তরে কেমন আছেন শিল্পী?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র ছিলেন রাহুল আনন্দ। আঁকতেন ছবি। তবে চিত্রশিল্পী না হয়ে তিনি হয়েছেন কণ্ঠশিল্পী। ছাত্রজীবন থেকে নিজ হাতে তিনি তৈরি করেন নানান রকম সুরযন্ত্র। এ ছাড়া থিয়েটারেও অভিনয় করেছেন তিনি। থিয়েটার গ্রুপ প্রাচ্যনাটের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন এই শিল্পী।
বর্তমানে সপরিবারে ফ্রান্সে অবস্থান করছেন শিল্পী রাহুল আনন্দ। বাড়ি ও প্রিয় সুরবাদ্যযন্ত্রগুলো হারানোর বিভীষিকাময় স্মৃতি এখনো দগদগে তার হৃদয়ে। ফ্রান্সে অবস্থানরত বাঙালি সাংস্কৃতিক গোষ্ঠীর একটি সূত্র একটি গণমাধ্যমকে জানিয়েছে, সেখানে আপাতত নিরাপদে আছেন রাহুল আনন্দ। স্ত্রী ঊর্মিলা শুক্লা ও কিশোর সন্তান তোতাকে নিয়ে আনন্দে দিনযাপনের চেষ্টা করছেন। দেশ ছাড়ার শোক কাটিয়ে উঠতে পারেননি এই শিল্পী।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে ঘটনার পরপরই ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। তখন আগুনে পোড়ে রাহুল আনন্দের বাড়িটিও, যেটিকে শিল্পী রাহুল ডাকতেন ‘ভাঙ্গাবাড়ি’ নামে। সেদিন পরিবার নিয়ে এককাপড়ে ভাঙ্গাবাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছিল তাকে। তারপর থেকে আর কোথাও দেখা যায়নি তাকে। এরই মধ্যে বেশ কয়েকটি কনসার্টে অংশ নিয়েছে তার দল জলের গান। সেসব অনুষ্ঠানে ছিলেন না রাহুল।
ভাঙ্গাবাড়িতে হয়েছে বহু সাংস্কৃতিক আড্ডা, ‘জলের গান’-এর বহু গান ওই বাড়িতে বসেই বেঁধেছেন রাহুলরা। বাড়িটিকে স্টুডিও হিসেবেও ব্যবহার করতেন তারা। সেখানে রেকর্ডিং, মিক্সিং, এডিটিং সব কাজই করেছে জলের গান। ঢাকায় এসে বাড়িটিতে ঘুরতে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।
১৯৭৬ সালের ৩০ জুন হবিগঞ্জে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন রাহুল আনন্দ। তার স্কুলজীবন কেটেছে নারায়ণগঞ্জে, কলেজজীবন সিলেটে। সেখানেই প্রথম থিয়েটারে যুক্ত হন তিনি। এরপর ঢাকায় এসে ভর্তি হন চারুকলায়। আস্তে আস্তে গানে ঝুঁকতে থাকেন তিনি। ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা করে গানের দল ‘জলের গান’।
Leave a Reply