কুষ্টিয়া দি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সংবাদ সম্মেলন
কাগজ প্রতিবেদক ॥ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর বর্তমান অচল অবস্থার পরিপ্রেক্ষিতে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে আয়োজিত এক সভায় গভীর উদ্বেগ প্রকাশ করে সংবাদ সম্মেলন করেছে।
গতকাল ২৯ জুন রবিবার সন্ধায় এম, আর এস মিলনায়তনে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আবু জাফর মোল্লার সভাপতিত্বে চেম্বারের এম.আর.এস. মিলনায়তনে সিনিয়র সহ-সভাপতি জাকিরুল ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, এন বি আর এর মাধ্যমে বছরে আড়াই হাজার কোটি টাকার রাজশ^ আদায় করে সরকার। আজকে পনেরদিন এন বি আর’র অচলাবস্থার প্রেক্ষিতে সমস্ত বৈদেশিক লেন-দেন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে আমদানি, রফÍানী। এ অবস্থায় অতিরিক্ত মুল্য দিয়ে ব্যবসায়ীদের বাইরে থেকে পণ্য কিনতে মালামাল তৈরি করতে অতিরিক্ত খরচ হচ্ছে। তাতে প্রতিটি পণ্যোর মুল্য চড়া হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীদের সাথে সাধারণ মানুষের বৈরি সম্পর্ক তৈরি হবে। লিখিত বক্তব্যে আরও উল্লেখ্য করা হয়, কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণ কর্মবিরতীর কারণে এবং নানামুখী চাপ ও ব্যবসায়ীক সংকটে বিপর্যস্ত দেশের অর্থনীতি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শার্টডাউন এর কারনে দেশ আজ অচল অবস্থার মধ্যে পড়েছে। ব্যবসা-বাণিজ্যে অচল অবস্থা নিরসনে সরকারকে দ্রুত সমস্যার সমাধান করার আহবান জানাচ্ছি। একই সাথে আমরা আন্দোলনরত জাতীয় রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের দ্রত কাজে ফিরে যাওয়ার জন্যও অনুরোধ জানাচ্ছি। কেননা আমরা পত্র-পত্রিকায় দেখেছি এই শার্টডাউনের কারণে প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টাকার আমদানি-রপ্তানী ব্যহত হচ্ছে। আমরা দেশের স্বার্থে এবং অর্থনৈতিক উন্নয়নে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদেও দ্রুত সময়ের মধ্যে কাজে যোগদানের জন্য পুনরায় অনুরোধ জানাচ্ছি। দেশের লাগাতার শার্টডাউনের প্রভাবে দেশের অর্থনীতিকে পঙ্গ করে দেওয়ার মত অবস্থার সৃষ্টি হয়েছে। দেশের মানুষকে জিম্মি করে সরকারী কর্মকর্তাদের এই আন্দোলন শৃঙ্খলার পরিপন্থি বলে আমরা ব্যবসায়ী মনে করি। আপোষহীন মনোভাব থেকে সবাইকে সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা ব্যবসায়ীরা মনে করি চলমান অবস্থার কারণে যে সংকট তৈরী হয়েছে সরকার তার সঠিক গুরুত্ব বুঝে অতি দ্রুত সময়ের মধ্যে তা সমাধানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা ব্যবসায়ীরা শান্তি প্রিয় তাই শান্তিপূর্ণভাবে এবং শৃঙ্খলার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে চাইদেশের মধ্যে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হবে। লিখিত বক্তব্যে আরও উল্লেখ্য করা হয় অতি দ্রুত এ অচলাবস্থা প্রত্যাহার করা না হলে ব্যবসায়ীদের সারা বাংলাদেশের সংগঠন ফেডারেশনের দেয়া যে কোন কর্মসুচী তারা কুষ্টিয়ায় পালনের ডাক দিয়েছে। এ সময় কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সহ-সভাপতি হাজী শাকিল আহমেদ জালাল, পরিচালক খন্দকার জিয়াদুল হক, প্রকৌশলী সাইফুল আলম মারুফ,এস, এম কাদেরী শাকিল, মুরাদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ও চেম্বার পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন।
Leave a Reply