কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার গড়াই নদীর ওপর নির্মিত সৈয়দ মাছ-উদ রুমী সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন কুমারখালী-খোকসা উপজেলার শিক্ষার্থী ও সাধারণ মানুষ, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।রবিবার সকাল ১০টা থেকে কুষ্টিয়া- রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়ার কুমারখালী লাহিনীপাড়া সেতুর টোল প্লাজার সামনে এই কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে এই মহাসড়কের দুই দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন পণ্যবাহী ট্রাকসহ যাত্রীবাহী বিভিন্ন পরিবহনের কয়েক হাজার যাত্রী।পরপ বাংলাদেশ সেনাবাহিনী, কুষ্টিয়া সড?ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করীম ও কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের মধ্যস্থতায় যান চালাচল স্বাভাবিক হয়।এ কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কেএমআর শাহীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা মূখ্য সংগঠন নয়ন হাসান রবিন, আপ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতা সুলতান মারুফ তালহাসহ আরও অনেকে।এসময় বক্তারা বলেন, টোল আদায় বন্ধ না হওয়া পর্যন্ত এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন যতদিন না চূড়ান্তভাবে এটি বাতিল করা হয়। তার পরও যদি টোল আদায়ের চেষ্টা করা হয়, তবে আরও বড? কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে।
Leave a Reply