দীর্ঘ ১৭ বছর পর কুষ্টিয়া পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক নির্বাচনে
কাগজ প্রতিবেদক ॥ মানুষের অধিকার, ভোট ও ভাতের দাবীতে রাজপথে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে জেল-জুলুম খেটেছে। শান্তিপুর্ণ পরিবেশে কমিটি গঠন করে রাজনীতি করতে পারেনি এমন পরিস্থিতির আজ উত্তোরণ হয়েছে। শুক্রবার কুষ্টিয়া সরকারী কলেজে দীর্ঘ ১৭ বছর কুষ্টিয়া পৌর বিএনপির কমিটি গঠনের জন্য ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে কুষ্টিয়া পৌর ১ নং ওয়াড’র্র জনপ্রিয় কাউন্সিলর একে বিশ^াস বাবু ৬১১ ভোট পেয়ে কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী কাজল মাজমাদার ৫৯৫ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা কামাল উদ্দিন ৭৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী আব্দুল হাকিম মাসুদ পেয়েছেন ৬২১ ভোট। এ ছাড়া সভাপতি পদে অ্যাডভোকেট রকিবুল ইসলাম সবুজ পেয়েছেন ২ , মহিউদ্দিন চৌধুরী মিলন ৪৫, অ্যাডভোকেট খাদিমুল ইসলাম সবুজ ২৮ ও আলামিন রানা কানাই পেয়েছেন ৭০ ভোট। ২১টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ থেকে ১হাজার ৪শত ৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন ১ হাজার ৩শ ৬২জন। এর মধ্যে ১১ টি বাতিল হয়েছে। কুষ্টিয়া সরকারী কলেজে দিনব্যাপী দলে দলে নেতা কর্মিদের উপস্থিতিতে সম্মেলনের উদ্ধোধনের পর বেলা ৩ টায় ভোট গ্রহন শুরু হয়।
Leave a Reply