কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়া ভারতীয় সীমান্তে বিএসএফ কর্তৃক ৮ জনকে পুশ ইন করা হয়েছে। পুশ ইনকৃত ওই ৮ জন কুষ্টিয়া বিজিবির হাতে হয়। পরে বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া বিজিবি সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া ভারতীয় সীমান্ত রংমহল নামক স্থানে তারকাটার বেড়া দিয়ে মোঃ আশরাফুল ইসলাম (৩৫),মোছাঃ আবেজান খাতুন (৩২), মোছাঃ ফাহিমা আক্তার (২১), মোছাঃ নাছিরিমা তালুকদার মোঃ টিটু মিয়া (৪৫) মোহাম্মদ আমিনুল ইসলাম (৩২), রহিম (৪) ও মোঃ রোহান (৩) (বাকপ্রতিবন্ধি) (৪৭ বিজিবি) বিওপির টহলদল সীমান্ত পিলার ১৩৭/এমপি হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক অবস্থায় তাদের ০৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককালে তারা বিজিবিকে জানায়, বিভিন্ন সময়ে ভারতে কারাভোগের পর আজ তাদের বিএসএফ সীমান্তের কাটাতারের বেড়ার গেট দিয়ে হেটে বাংলাদেশে যেতে বলে। তাই তারা চলে আসে। পরে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সিও লেঃ কর্ণেল মাহবুব মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply