পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়নি: মার্কিন গোয়েন্দা তথ্য উন্মোচিত
ইসরায়েলে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা, ১২ দিনে নিহত ২, আহত ১ হাজার ৩৬১ জনেরও বেশি
আন্তুর্জাতিক ডেস্ক ॥ ইরান-ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিজয় উদ্যাপন করছেন। গত মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, দুই দেশের মধ্যে স্থানীয় সময় সকাল সাতটা ত্রিশ মিনিটে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির ঠিক আগে ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উভয় পক্ষই হামলা বন্ধ রেখেছে বলে জানা গেছে। এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়নি এমন তথ্য নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। ইরানের শীর্ষ নেতারা যুদ্ধবিরতিকে ‘ঐতিহাসিক বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলেছেন, এই বিজয় প্রমাণ করে ইরান পশ্চিমা বিশ্বের দম্ভ ভেঙে দিয়েছে এবং দেশের শক্তি আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ পেয়েছে। রাজধানী তেহরানের রেভলিউশন স্কয়ারসহ বিভিন্ন শহরে মানুষ পতাকা ও সামরিক বাহিনীর ছবি নিয়ে মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন এবং আগুন জ্বালিয়ে আনন্দ প্রকাশ করছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৩ জুন ইসরায়েলের হামলা শুরুর পর থেকে দেশটিতে অন্তত ৬১০ জন নিহত এবং ৪,৭০০ জনের বেশি আহত হয়েছেন। ইরানের পরমাণু স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্রগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। পেন্টাগনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (উওঅ) এবং ইউএস সেন্ট্রাল কমান্ডের সর্বশেষ মূল্যায়নে বলা হয়েছে, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল অবকাঠামো অক্ষত রয়েছে এবং কর্মসূচিটি সর্বোচ্চ কয়েক মাস পিছিয়ে গেছে মাত্র। গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় হামলায় প্রবেশপথ ও কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ভূগর্ভস্থ মূল স্থাপনা, সেন্ট্রিফিউজ ও ইউরেনিয়াম মজুদ অক্ষত রয়েছে। ইরান আগেভাগেই গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে ফেলেছিল, ফলে সেগুলোও ধ্বংস হয়নি। অপরদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছিলেন, হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার এই নতুন রিপোর্ট সেই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। রিপোর্টে আরও বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস না হয়ে কেবল কয়েক মাসের জন্য পিছিয়ে পড়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এই তথ্য প্রকাশের ফলে যুক্তরাষ্ট্র-ইসরায়েল কূটনীতিতে নতুন চাপ তৈরি হতে পারে এবং ইরান তার পারমাণবিক কর্মসূচি পুনরায় দ্রুত গতিতে এগিয়ে নিতে পারে।
এ ছাড়া টানা ১২ দিনের ইরান-ইসরায়েল সংঘাতের পর মঙ্গলবার (২৪ জুন) সকালে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হলেও, শেষ মুহূর্ত পর্যন্ত উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে।
ইসরায়েলি সামরিক বাহিনীর (ঐড়সব ঋৎড়হঃ ঈড়সসধহফ) সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, যুদ্ধকালীন সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে এবং দেশজুড়ে স্বাভাবিক কার্যক্রমে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। ১২ দিনের সংঘাতে ইরানে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,৩৬১ জনেরও বেশি। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। দক্ষিণাঞ্চলীয় বেয়ার শেভা শহরে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাতে তিনজন বেসামরিক নাগরিক নিহত হন। দেশজুড়ে ৩৬,৪৬৫টি ক্ষতিগ্রস্ত বাড?িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে। যুদ্ধবিরতির পর ইসরায়েলের বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়া হয়েছে। তবে সরকার ও সেনাবাহিনী সতর্ক রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল কৌশলগত সাফল্য অর্জন করেছে এবং দেশ আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। এদিকে আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছে। তবে আপাতত ইসরায়েলে বড় ধরনের সংঘর্ষ বন্ধ এবং সাধারণ জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা চলছে।
Leave a Reply