কাগজ প্রতিবেদক ॥ ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য খন্দকার একেএম আলী মুহসিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার এবং হাফেজ রফিক উদ্দিন আহমাদ। সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর জামায়াতের সম্মানিত আমীর জনাব এনামুল হক। বক্তারা তাদের আলোচনায় ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে ঘটে যাওয়া বিশ্বাসঘাতকতার করুণ ইতিহাস স্মরণ করে বলেন, এই দিন উপমহাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি কালো অধ্যায়। এ ঘটনার মাধ্যমে মুসলিম শাসনের অবসান ঘটিয়ে উপমহাদেশকে বৃটিশ উপনিবেশে পরিণত করা হয়। বক্তারা জাতিকে পড়ষড়হরধষ মনোবৃত্তি থেকে মুক্ত করে ইসলামী আদর্শে গঠিত একটি কল্যাণরাষ্ট্র গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় শহর জামায়াতের সেক্রেটারি শামীম হোসেন সহ শহর জামায়াতের নেতৃবৃন্দ।
Leave a Reply