1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 2:35 pm

বিশ্বকাপ নিশ্চিত করল কানাডা

  • প্রকাশিত সময় Sunday, June 22, 2025
  • 112 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক ॥ ছেলেদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে কানাডা ক্রিকেট দল। গতকাল কিং সিটিতে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে আমেরিকার প্রতিনিধিরা। আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে স্বাগতিক কানাডা টানা পঞ্চম জয় তুলে নিয়েছে। ৫ ম্যাচে তাদের ১০ পয়েন্ট, বাকি আছে আরও একটি ম্যাচ।টস জিতে আগে বাহামাসকে ব্যাটিংয়ে পাঠায় কানাডা। কালিম সানা ও শিবম শর্মা দুর্দান্ত বোলিংয়ের বিপরীতে বাহামাস মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। ৩টি করে উইকেট নেন কালিম ও শিবম। দিলপ্রীত বাজওয়ার ১৪ বলে অপরাজিত ৩৬ রানের সৌজন্যে ৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৮ রানের লক্ষ্য তাড়া করে কানাডা।গত বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিল কানাডা। এবারের বাছাইপর্বেও তারা ছিল অন্যতম ফেবারিট। নিখিলস কিরটনের নেতৃত্বাধীন দলটি তাদের অভিযানের প্রথম ম্যাচে বারমুডাকে ১১০ রানে হারায়। তারপর কেম্যান আইল্যান্ডসকে ৫৯ রানে এবং প্রথম দেখায়ও বাহামাসকে ১০ উইকেটে হারিয়ে একের পর এক জয় তুলে নেয়।আগামী বছর উপমহাদেশে (ভারত ও শ্রীলঙ্কা) হবে ছেলেদের ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কানাডা এরই মধ্যে ২০ দলের বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিশ্চিত। এ ছাড়া আরও ৭টি দল আঞ্চলিক বাছাইপর্ব থেকে উঠে আসবে ৭টি দল। দুটি দল ইউরোপ থেকে (৫-১১ জুলাই), দুটি আফ্রিকা থেকে (১৯ সেপ্টেম্বর-৪ অক্টোবর এবং তিনটি এশিয়া-ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে (১-১৭ অক্টোবর) নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640