1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 8:45 am
শিরোনাম :
পাবলিক লাইব্রেরী মাঠে শেষ হলো কুনাউ’র উদ্যোগে পিঠা উৎসব তারেক রহমানকে নিয়ে ভেড়ামারায় যুবদল নেতার ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বহিষ্কারের পরপরই সংবাদ সম্মেলনে চাইলেন ক্ষমা কেইউজে’র নবগঠিত নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত খোকসায় রাস যাত্রা উৎসবে মেহেদী রুমী আমি সংসদে আবারো আপনাদের কন্ঠস্বর হতে চাই চুয়াডাঙ্গায় ফ্লিমই স্টাইলে গাছ ফেলে ডাকাতি, আটক-১ আলমডাঙ্গা পৌর ৪নং ওয়ার্ডে শরীফুজ্জামানের গণজোয়ার ৩১ দফায় মুক্তি ও শান্তির অঙ্গীকারে জনতার ঢল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা প্রাথমিক শিক্ষকদের আমীর খসরু গণভোট সংবিধানে নেই, কথায় কথায় রাস্তায় নামবেন না প্রধান বিচারপতি প্রশাসনিক নয়, সংস্কারের মূল লক্ষ্য নৈতিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছে সিভিল এভিয়েশনের পাওনা ৬ হাজার কোটি টাকা

চিকিৎসক ও প্রাইভেট ক্লিনিক চক্রের দ্বন্দে স্বাস্থ্য সেবা ব্যহত

  • প্রকাশিত সময় Sunday, June 22, 2025
  • 100 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও প্রাইভেট ক্লিনিক-ডায়াগনোসিস সেন্টারের মধ্যে বিবদমান দ্বন্দে স্বাস্থ্য সেবা ব্যহতের অভিযোগ উঠেছে। চিকিৎসকদের দাবি উপজেলা পর্যায়ের নানাবিধ সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা দিতে হাসাপাতালে এক্স-রে ব্যতীত অন্যান্য সব ধরনের প্যাথলজি টেষ্ট চালু থাকায় ক্ষুব্ধ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোসিস সেন্টারের মালিকরা। তারা নানা ভাবে চিকিৎসকদের সাথে অসদাচরণসহ সম্মানহানির ঘটনা ঘটিয়ে চলেছে। অন্যদিকে প্রাইভেট ক্লিনিক সিন্ডিকেটের পাল্টা অভিযোগ হলো- চিকিৎসকরা হাসপাতালের রোগীদের চিকিৎসা না করে অফিসিয়াল সময়ে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখেন। দু’পক্ষের এমন পরস্পর বিরোধী অবস্থার কারনে হাসপাতালে আগত রোগীরা কাঙ্খিত স্বাস্থ্য সেবা পাওয়ার বদলে ভোগান্তী ও নাস্তা নাবুদসহ আর্থিক ক্ষতির মুখে পড়ছেন রোগীরা। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একটি ক্লিনিকের ম্যানজারের অভিযোগ, ‘স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা: ছামসুল আরেফীন হাসপাতালের রোগী দেখার চেয়ে তার স্ত্রী ডা: তানজিনা জাহান বিথীর মালিকানাধীন আলশেফা ক্লিনিকের রোগী দেখায় অধিক সময় ব্যয় করেন। তবে অভিযোগ বিষয়ে ডা: তানজিনা জানান, ‘এখানে শুধু আরএমও নয় আরও অনেক চিকিৎসকই রোগী দেখেন হাসপাতালে রোগী দেখার বাইরে’।
হাসপাতালে আগত উপজেলার ফিলিপনগর গ্রামের বাসিন্দা আবু হানিফ মন্ডল (৬০)র অভিযোগ, ‘আমরা এতো বুইঝবো কি করে, হাসপাতালে আইসলে সবাই একেবারের আপন মাইনসের মতো টানটানি করে বাইরে লিয়ে যায়, উরা ক্লিনি-তে লিয়ে যায়ি ছেইড়ি দ্যায়। তারপর যা হয় তা হইলু আবার বাড়িততিন ট্যাকা লিয়ে আসতি হয়’। এমন সংকটময় বাস্তবতার অভিযোগ তুলে তার প্রতিকার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা স্বাস্থ্য কম্পেøক্সের চিকিৎসকরা। রবিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করে আবাসিক মেডিকেল অফিসার ছামসুল আরেফিন বলেন, ‘নানাবিধ সীমাবদ্ধতা সত্ত্বেও ঝক্কি ঝামেলা মাথায় নিয়ে উপজেলার প্রায় ৭ লক্ষ জনগণের স্বাস্থ্য সেবায় প্রতিদিন ৫শ থেকে ৬শ বহি:বিভাগ ও ৫০শয্যার হাসপাতালে ৯০ থেকে ১শ জন ভর্তি রোগীর সর্বোচ্চ চিকিৎসা দিতে যখন হিমসিম খাচ্ছি। ৩৫জন চিকিৎসকের পদ থাকলেও এখানে দায়িত্ব পালন করছেন মাত্র ৮জন। এই অবস্থায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনোসিস সেন্টারের দালালদের দৌড়াত্মে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নেয়াসহ ভোগান্তি এখানে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রাইভেট ক্লিনিকের এসব দালালদের দৌড়াত্মমুক্ত করতে ইতোমধ্যে প্রশাসনের সাহায্যে অভিযান চালিয়ে কয়েকজনের শাস্তি দেয়া হয়। তারই প্রতিশোধ নিয়ে তারা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সরবরাহ করে চিকিৎসকদের সামাজিক ভাবে সম্মানহানি ঘটাতে কয়েকটি ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রচার করে কার্যত: এখানে বিদ্যমান স্বাস্থ্য সেবাকে ব্যহত করা হচ্ছে। তাই অসত্য ও বানোয়াট তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদের তদন্তসহ উদ্ভুত সমস্যা সমাধানের দাবি করছি’।
এসময় সেখানে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তৌহিদুল হাসান তুহিন এবং স্বাস্থ্যকেন্দ্রের অন্যান্য চিকিৎসক, সেবিকা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা: শেখ মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘বিষয়টি আমি শুনেছি। বিষয়টি তদন্ত করে ওখানকার চিকিৎসকের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয় হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640