এনএনবি : ইরান ও ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কি না, সেই সিদ্ধান্ত ঝুলে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম শুক্রবার কমে গেছে। অবশ্য সাপ্তাহিক বাজার টানা তৃতীয়বারের মতো ঊর্ধ্বমুখী রয়েছে।
ফিউচার মার্কেটে ব্রেন্টের অপরিশোধিত প্রতি ব্যারেল তেলের দাম ১ দশমিক ৮৯ ডলার বা ২ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৯৬ ডলার। তবে সাপ্তাহিক বাজার হিসাবে নিলে এটি এখনও প্রায় ৪ শতাংশ বাড়তি রয়েছে।
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে জুলাই মাসের অপরিশোধিত তেলের দর বৃহস্পতিবার পর্যন্ত স্থির হয়নি। এদিন যুক্তরাষ্ট্রে সরকারি ছুটি ছিল। শুক্রবার এর দর স্থির হওয়ার কথা।
তবে শুক্রবার বাজারের সর্বশেষ খবর অনুযায়ী ব্যারেলপ্রতি দাম ৮২ সেন্ট বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৭৫ দশমিক ৯৬ ডলারে দাঁড়িয়েছে।
আর অগাস্ট মাসের জন্য করা চুক্তিতে ২৭ সেন্ট বা দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৭৭ ডলারে।
আগের দিন বৃহস্পতিবার ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের আঘাত এবং তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার খবরে তেলের দাম এক লাফে প্রায় তিন শতাংশ বেড়ে যায়।
ইসরায়েল এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ ইরানÑ কেউই এখন পর্যন্ত যুদ্ধে নমনীয় হওয়ার আভাস দেয়নি।
এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবেন কি না, সেই সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দুই সপ্তাহ সময় নিতে চান— এমন খবর সামনে আসার পরেই মূলত ব্রেন্টের দাম কিছুটা পড়ে যায়।
“তবে ইসরায়েল ও ইরান একে অপরকে আঘাত করতে থাকলে যেকোনো সময় এমন কিছু ঘটে যেতে পারে, যা সংঘাতের তীব্রতা আরও বাড়িয়ে তুলবে। আর তেমন কিছু ঘটলে তেলের অবকাঠামোয় প্রভাব পড়তে পারে,” মনে করেন ব্রোকারেজ ও অয়েল রিসার্চ কোম্পানি পিভিএমের বিশ্লেষক জন ইভানস।
তিনি বলেন, “বিশ্বে ২০২৫ সালের যে চাহিদা, তার চেয়ে অনেক বেশি তেল মজুদ রয়েছে। তবে আরব সাগর হয়ে যাওয়া প্রতিদিনকার দুই কোটি ব্যারেল তেলের সরবরাহ স্বল্প সময়ের জন্য বন্ধ হলেও তা বিপদ হয়ে দাঁড়াবে।”
পশ্চিমা চাপের প্রতিশোধ হিসেবে ইরান আগেই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে। এই পথ বন্ধ হয়ে গেলে বিশ্ব বাণিজ্যের পাশাপাশি তেলের বাজারও প্রভাবিত হবে।
নৌযানের গতিবিধিতে নজর রাখা দুটি প্রতিষ্ঠান বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে বলে, ইসরায়েলি হামলার মধ্যে থাকলেও নিজেদের আয়ের উৎস সচল রাখতে চাইছে ইরান। এ কারণে দেশটি ট্যাঙ্কারে তেল বোঝাই করে রাখছে এবং তাদের ভাসমান তেলের মজুদ চীনের কাছাকাছি নিয়ে রেখে দিয়েছে।
অ্যাশলে কেলটির বিশ্লেষক পানমুরে লিবারাম বলেন, “আমি মনে করি, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১০ ডলার বাড়তে পারে। তবে তেলের দাম অদূর ভবিষ্যতে ৬০ ডলারে নামার কোনো সম্ভাবনা দেখছি না।”
তিনি বলেন, ইরানে তেলের অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে এবং ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারেও ঠেকতে পারে।
Leave a Reply