দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলি ও খালি মদের বোতলসহ স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদর হাসান পাতা (৪৪) আটক হয়েছে। সে দৌলতপুর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টায় উপজেলার পিয়ারপুর ইউনিয়নের নতুন আমদহ গ্রামে অভিযান চালিয়ে গুলি ও খালি মদের বোতলসহ তাকে আটক করা হয়। আটক মাহমুদর হাসান পাতা একই গ্রমের এমদাদুল ইসলাম দাউদের ছেলে। গতকাল শুক্রবার ভোর পৌনে ৬টা পর্যন্ত চলা অভিযানে মাহমুদর হাসান পাতার বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করা এবং আটক করা হয় তাকে।
স্বেচ্ছাসেবক দলের নেতা আটকের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে গুলিসহ মাহমুদর হাসান পাতা নামে একজনকে আটক করা হয়েছে এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ রাউন্ড তাজা গুলি, ৪টি খালি কার্তুজ এবং ৪টি খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। তবে আটক মাহমুদর হাসান পাতার রাজনৈতিক পরিচয় অবগত নন বলে তিনি উল্লেখ করেন।
পাতা আটকের বিষয়ে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুল হক আসাদ জানান, মাহমুদর হাসান পাতা স্বেচ্ছাসেবক দলের দৌলতপুর উপজেলা ইউনিটের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তবে তিনি গুলিসহ আটকের বিষয়ে অবগত নন বলে জানান। এমন ঘটনা হলে সংগঠনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply