কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে চাঁদা না দেওয়ায় নজরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে ও তার ছেলে মো.মকুল হোসেন (২৫) কে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। বৃহস্পতিবার( ১৯ জুন ) উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যানা গেছে, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর মৃত. খলিল প্রামানিক ছেলে উজ্জল, ইউনুছ প্রামানিকের ছেলে আজাদ, আক্কাস প্রামানিকের ছেলে জহুরুল, মৃত আজিজলের ছেলে জাহাঙ্গীর, মৃত আমিনুরের দুই ছেলে রিপন ও শিপনসহ অজ্ঞাত আরও কয়েকজন মিলে দেশিয় অস্ত্র বেকি, হাঁসুয়া, রড, হাঁতুড়ি, এস এস পাইপ, কাঠের বাটাম নিয়ে দিকে মিলিত হয়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মো.নজরুল শেখের দোকানের ওপর এসে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে, চাঁদা দিতে রাজি না হওয়ায় অকথ্য ভাষায় বকাবকি করে। এ সময় মো. নজরুল শেখ বকাবকি করতে নিষেধ করায় অভিযুক্তরা নজরুল শেখকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। এর আগে গত ১৭ জুন সন্ধ্যায় নজরুল শেখের ছেলে মো.মকুল হোসেনকে পিটিয়ে আহত করে অভিযুক্তরা
মারধরের শিকার বৃদ্ধ মো. নজরুল শেখ ও তার ছেলে মো.মকুল হোসেন আহত অবস্থায় বর্তমানে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply