1. nannunews7@gmail.com : admin :
November 8, 2025, 7:03 pm

আদালত অবমাননা: হাসিনার আইনজীবী নিয়োগ দিল ট্রাইব্যুনাল

  • প্রকাশিত সময় Thursday, June 19, 2025
  • 83 বার পড়া হয়েছে

এনএনবি : আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লড়বেন সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল গনি টিটু।
বিচারপতি মো. গোলাম মুর্তজা মুজমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বৃহস্পতিবার ওই আইনজীবীকে ‘স্টেট ডিফেন্স কাউন্সেল’ হিসেবে নিযুক্ত করে আদেশ দেন।
আদালত বলেছে, আইনজীবী টিটু মামলার আরেক আসামি শাকিল আকন্দ বুলবুলের পক্ষেও লড়বেন। আগামী ২৫ জুন এ মামলার শুনানি হবে।
এর আগে জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেয় একই ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনাল গত ২৫ মে এক আদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলকে হাজির হতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছিল।
বিজ্ঞপ্তির নির্ধারিত ৭ দিনের মধ্যে তারা হাজির হননি বলে ট্রাইব্যুনালকে জানান কৌঁসুলি গাজী এম এইচ তামিম। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিধিমালার ৪১ বিধি অনুযায়ী অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়।
জুলাই গণঅভ্যুত্থানের ঘটনার মামলা নিয়ে বক্তব্য দেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হয়। অভিযোগটি গ্রহণ করে ১৫ মে’র মধ্যে তাদের জবাব দাখিলের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কিন্তু ওইদিন জবাব দাখিল না করায় আসামিদের ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশনা অনুযায়ী আসামিরা হাজির না হলে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করতে রেজিস্ট্রারকে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- এমন একটি অডিও ছড়িয়ে পড়ে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই কথপোকথনের ফরেনসিক পরীক্ষা করে সেটি হাসিনার বলে সত্যতা পায়। এরপরই আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640