এলাকাবাসী দেখতে চায় সভাপতি হিসেবে, অন্তরায় সৃষ্টির অপচেষ্টা অপ্রচারে
কাগজ প্রতিবেদক ॥ মিথ্যা নাশকতার মামলায় দুই-দুই বার হাজত বাসের শিকার কুষ্টিয়া পৌর ৮নং ওয়ার্ড বিএনপির জনপ্রিয় নেতা মোহাম্মদ মোস্তফা একজন ত্যাগী পরিক্ষিত নেতা। শত বাধা বিপত্তি উপেক্ষা করে নিজ দলের প্রতি আস্থ্যা, বিশ^াস রেখে বিগত সময়ে দল পরিবর্তন করেননি বরং খেটেছেন দুই-দুই বার জেল। তার পরও একটি কুচক্রি মহল তার জনপ্রিয়তায় ঈশ^ান্বিত হয়ে ত্যাগী ও পরিক্ষিত এই নেতার বিরুদ্ধে নানা অপপ্রচারে নেমেছেন। এলাকাবাসী বলছেন, মোস্তফা দলের একজন নিবেদিত কর্মি, সৎ, সাহসী তার মত ব্যক্তিকেই তারা ৮ নং ওয়ার্ডের সভাপতি হিসেবে পেতে চান।
জানা যায়, পৌর ৮নং ওয়ার্ড বিএনপির সার্চ কমিটির সদস্য এবং স্থানীয় এলাকার জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত মোহাম্মদ মোস্তফা পারিবারিকভাবেই বিএনপি পরিবারের সদস্য। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে হামলা-মামলার শিকার হয়ে কয়েকবার তিনি জেলেও গেছেন। তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় দায়েরকৃত জি আর ৭৯/২২. জি আর, ৫৮০/২৩, জি আর ৫৫৯/২৩ মিথ্যা-বানোয়াট এই তিনটি মামলায় তিনি দুইবার হাজত খেটেছেন।
শহরের আড়ুয়াপাড়া এলাকার বিএনপি পরিবারের সদস্য মৃত.গোলাম মোহাম্মদের পুত্র মোহাম্মদ মোস্তফা এক জরিপে ৮নং ওয়ার্ড বিএনপির নেতা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তাঁর সততা, আদর্শ ও ব্যবহারে সবাই মুগ্ধ। এখন স্থানীয় নেতা-কর্মীরা তাঁকে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে দেখতে চান। সকলের কথামত তিনি সভাপতি পদে প্রতিদন্দ্বীতার ঘোষণা দিলে শুরু হয় বিপত্তি। হিংসাত্মক ভাবে প্রতিপক্ষরা রাজপথের এই সাহসী সৈনিক, স্বৈরাচার হাসিনার আমলে বিএনপির সকল আন্দোলনের লড়াকু সৈনিকে আওয়ামীলীগের লোক বানানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সংবাদপত্রে আওয়ামীলীগ নেতাদের অতিথি হিসেবে উপস্থিত থাকা বড় বাজার ব্যবসায়ী সমিতির অনুষ্ঠানের ছবি প্রকাশ করে তাঁকে রাজনৈতিকভাবে দমানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ৮নং ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা। স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, ‘মোহাম্মদ মোস্তফা একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ। তিনি কোন দিনই আওয়ামীলীগ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। কোন নেতার আর্শিবাদ নিয়ে এলাকায় ব্যবসা, রাজনীতি করেননি। তিনি বড় বাজার এলাকার সকল শ্রেনীর ব্যবসায়ীদের সাথে নিয়ে তাদের সমস্যা, সংকট নিরসনে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে সমন্বয় করেছেন। আর এ কারণে তার উপর আওয়ামীলীগ আমলে অনেক দমন-নিপিড় তাকে সহ্য করতে হয়েছে কিন্ত শত নির্যাতন সহ্য করেও তিনি বিএনপির দলীয় সকল কর্মসূচির অংশগ্রহণে ছিলেন অগ্রভাগে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে মিথ্যা সাজানো যে ছবি অপপ্রচার করা হয়েছে সেই ছবিতেও ভুল ব্যাখ্যা প্রদান করা হয়। ২০১৭ সালে আওয়ামীলীগের সময় তিনিই একমাত্র জনপ্রিয়তার মধ্যে দিয়ে কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির নির্বাহী পরিষদের কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হন। যে কারণে আওয়ামীলীগ পন্থীদের মনে হিংসা জেগে থাকলেও তাঁর সততা, আদর্শ ও বড় বাজার ব্যবসায়ী মহলে জনপ্রিয়তার গ্রহণযোগ্যতার জন্য তাঁকে সরাতে পারেনি।
মোহাম্মদ মোস্তফার বিরুদ্ধে আওয়ামীলীগ আমলে তিনটি নাশকতার মামলা দায়ের হয়। এসব মামলায় তিনি দুইবার জেলেও খেটেছেন। প্রাণভয়ে নিজ ব্যবসা ও পরিবার পরিজন ফেলে দীর্ঘদিন ছিলেন আত্মগোপনে। তবে বিএনপির ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণে সবসময় তিনি উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মোহাম্মদ মোস্তফা বলেন, ‘আওয়ামীলীগ সরকার আমলে এত হামলা-মামলা নির্যাতনের শিকার হওয়ার পরও কয়েকজন আমাকে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি পদে নির্বাচন ঠেকাতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমি বিএনপির রাজনীতি করি, বিএনপির ভোটার সদস্যরা আমার পাশে আছেন। কোন বাধায় দমাতে পারবে না।’ তিনি বিএনপিকে আরও শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এ ছাড়াও জেলা বিএনপির নেতাকর্মীরা তাকে ত্যাগী, অভিজ্ঞ ও সাহসী একনিষ্ঠ সৈনিক হিসেবেও দেখেছেন অতঃপর পৌর ৮নং ওয়ার্ড বিএনপির যোগ্য নেতা হিসেবে সার্চ কমিটির সদস্য হিসেবেও নির্বাচিত করেছেন। তিনি আরও বলেন, একজন ত্যাগী, আদর্শিক রাজনৈতিক কর্মি কখনও দলের জার্সি বদল করতে পারে না, শুধু সুবিধাবাদীরা সময়ে সময়ে দল পরিবর্তন করতে পারে। তিনি বলেন, বিএনপি গণমানুষের রাজনৈতিক সংগঠন। এ সংগঠনের জন্য তিনি রাজপথে সব সময় সোচ্চার এবং আপোষহীন। আগামীতে তিনি দলের জন্য এবং এলাকার মানুষের জন্য কাজ করতে সকলের সহযোগীতা কামনা করেছেন।
Leave a Reply