কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদীর বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭ টায় কুমারখালী শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী। সংবাদ সম্মেলনে শেখ সাদী বলেন, আমার রাজনৈতিক জীবন ৩০ বছরের। যারা আমাকে হাইব্রিড নেতা বলে, তারা আমার রাজনৈতিক বিষয়ে না জেনে মন্তব্য করেন। আমরা যারা বিএনপির দল করি তারা তারেক রহমানের নির্দেশনা মতো কাজ করছি। যারা দলের নির্দেশনা মানেন না তারা বিভ্রান্তিমূলক তথয় ছড়াচ্ছেন। বিএনপি একটি বৃহদ দল এ দলের মধ্যে কিছুটা মতপার্থক্য থাকবেই। এসময় তিনি অসত্য তথ্য দিয়ে প্রপাগান্ডা ছড়িয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করার আহবান জানান। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোহাম্মদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন, জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুনা রহমান, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
Leave a Reply