1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 11:46 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

কুষ্টিয়া শহরের সাফিনা টাওয়ারে ভাড়া করা গ্যারেজে থেকে সাবেক এমপি আনারের গাড়ি

  • প্রকাশিত সময় Monday, June 16, 2025
  • 109 বার পড়া হয়েছে

বাবার গাড়ি ফেরত চান কন্যা ডরিন

কাগজ প্রতিবেদক ॥ নেপথ্যে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সিন্ডিকেট ইন্ডিয়ায় নৃশংসভাবে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজীম আনারের গাড়ির সন্ধান মিলেছে কুষ্টিয়ার একটি বাসার পার্কিং থেকে। কয়েক কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি প্রায় তিনমাস পড়ে ছিল কুষ্টিয়া পুলিশ লাইনসের (পুলিশ সুপারের) কার্যালয়ের সামনে সাফিনা টাওয়ার নামে একটি বহুতল ভবনের পার্কিংয়ে। ৯ জুন সোমবার রাত ১২টার দিকে ওই ভবনের গ্যারেজ থেকে সংসদ সদস্যের স্টিকার লাগানো গাড়িটি জব্দ করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। তিনমাস আগে জেনুইন লিফ কোম্পানির কর্মকর্তারা তাদের ভাড়া করা ওই গ্যারেজে গাড়িটি রেখেছিলেন। ওই সিগারেট কোম্পানীটির মালিক সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরীর পার্টনার চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন। আর ওই কোম্পানীর পক্ষে ভবনের ফ্ল্যাট ও গ্যারেজ ভাড়া নেন মেহেরপুর জেলার গাংনী পৌর বিএনপির সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান। ২০২৩ সালের ১৩ মে কলকাতার নিউ টাউনের একটি বাড়িতে নির্মম হত্যার শিকার হন আনোয়ারুল আজীম আনার। এরপর থেকে কোটি টাকার গাড়িটির কোন সন্ধান পায়নি তার পরিবার। বিষয়টি নিশ্চিত করে আনার এমপির কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন জানান, কুষ্টিয়াতে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের যেই গাড়ির সন্ধান মিলেছে, সেই গাড়িটি আমার বাবার। ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটির মালিক আমার বাবা আনোয়ারুল আজীম আনার। এই গাড়িতে করে আমিও আমার বাবা চলাফেরা করেছি। আমাদের গাড়ি আমাদেরকে ফেরত দেয়া হোক। বাবার গাড়ি আমরা ফেরত চাই। সোমবার রাত ১২টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সামনে আটতলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামে ওই ভবনের গ্যারেজে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। এসময় গাড়ি মধ্যে থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করে পুলিশ। কালো কালারের গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’। গাড়ির কাগজপত্র দেখে ধারণা করা হচ্ছে কোটি টাকার গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) নিহত আনোয়ারুল আজীম আনারের। এসব তথ্য নিশ্চিত করে রাতে ঘটনাস্থলে থাকা
কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন দামি গাড়িটি গ্যারেজে পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি জব্দ করে। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ। গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের। কাগজপত্রে তার নাম রয়েছে। এই গাড়িটি বেশ কয়েকমাস আগে বাড়ির গ্যারেজে রাখা হয়। প্রত্যক্ষদর্শী সাব্বির বলেন, আমরা প্রথমে শুনতে পাই, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি রাখা আছে সাফিনা টাওয়ারের গ্যারেজে। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র উদ্ধার করেছে। সংসদ সদস্যের স্টিকার উদ্ধার করেছে। এই গাড়ির চালক শান্ত একসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী গাড়ির ড্রাইভার ছিলেন। তিনিই গাড়ি থেকে কাগজপত্র ও স্টিকার দেন পুলিশকে। গাড়ির কাগজপত্র দেখে নিশ্চিত গাড়ির মালিক ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। প্রত্যক্ষদর্শী জুনায়েদ জানান, সাধারণ জনগণের কাছ থেকে খবর পাই সাফিনা টাওয়ারে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের একটি গাড়ি কয়েকমাস ধরে রাখা আছে। বের করা হয় না, মাঝেমধ্যে স্টার্ট দেওয়া হয়। পরে আমরা সাফিনা টাওয়ারের নিচে গ্যারেজে গিয়ে দেখি গাড়িটা অনেক দামি। গাড়ির ড্রাইভার আমাদের দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। পরে ড্রাইভার একজনকে কল দেন। আমি তার সাথে কথা বলেছি। কিন্তু উনি কোনো তথ্য দেননি। পরে পুলিশের টিম আসে এবং গাড়ির কাগজপত্র উদ্ধার করে। গাড়ির কাগজপত্র লাইসেন্স এসব দেখে জানতে পারি গাড়িটা এমপি আনারের। স্থানীয়রা বলেন, জেনুইন লিফ কোম্পানি নামে একটা সিগারেট কোম্পানি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া নিয়েছে। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছে। এই গাড়িটা কয়েকমাস ধরে এখানে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হোক। বিষয়টি তদন্ত করে দেখা হোক এবং জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। বাসার কেয়ার টেকার আলমগীর হোসেন বলেন, জেনুইন লিফ কোম্পানি নামে একটা সিগারেট কোম্পানি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলায় ৫টি ফ্লাট ভাড়া নিয়েছে। সেখানে ফরেনাররা আসেন, থাকেন এবং খাওয়া-দাওয়া করেন। তারাই গাড়িটা রাখার ব্যবস্থা করেছেন। জেনুইন লিফ কোম্পানির বেলাল স্যার জিএম আর জাহিদ স্যার সিইও। এর বেশি আমরা কিছুই জানি না। গাড়িচালক শান্ত বলেন, আজ থেকে ৫ বছর আগে আমি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ির ড্রাইভার ছিলাম। এখন আর নেই। আমি জেনুইন লিফ কোম্পানির গাড়ি চালক হিসেবে চাকরি করি। জিএম স্যার বেলাল ও সিইও জাহিদ স্যারের গাড়ি চালাই। তারা দুজন আমাকে চাবি দিয়ে
গাড়ি স্ট্যার্ট দিতে বলেন। জেনুইন লিফ টোব্যাকোর বেলাল ও জাহিদ স্যারের হুকুমে আমি স্ট্যার্ট দিয়েছি। গাড়ির মালিক কে? তা আমি জানি না। বেলাল স্যার আর জাহিদ স্যার সব কিছু জানেন। তাদের হুকুমে গাড়ি স্ট্যার্ট দিয়েছি। নাম প্রকাশে অনিচ্ছুক ভবনের গার্ড বলেন, উনারা গাড়ি এনে রাখেন। আমি জানি না, গাড়িটা কার। আজকে শুনছি গাড়িটা এক এমপির। সিগারেট কোম্পানির অফিসের স্যাররা এই গাড়িটি রেখেছেন বেশ কয়েক মাস আগে। গাড়িটা বাইরে বের করা হয় না সেভাবে। তবে মাঝেমধ্যে স্টার্ট দেওয়া হয়। চালক শান্ত গাড়িটা স্টার্ট দেন।
এবিষয়ে কথা বলার জন্য সাফিনা টাওয়ারের মালিক, জেনুইন লিফ টোব্যাকোর সিইও জাহিদ ও জিএম বেলাল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। তাদের অফিসে গিয়ে কেয়ারটেকার ও দারোয়ানকে ছাড়া কাউকে পাওয়া যায়নি। তবে জেনুইন লিফ টোব্যাকো কোম্পানীর পাবলিক রিলেশন অফিসার এ এম সালেহীন তৌহিদ বলেন, কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সামনে সাফিনা টাওয়ারে কোম্পানীর কয়েকটি ফ্ল্যাট ও গ্যারেজ ভাড়া নেয়া আছে। বিদেশী বায়াররা আসলে ওখানে থাকেন। গাড়ীর বিষয়ে এই কর্মকর্তা বলেন, আমি নতুন যোগদান করেছি, কিছুই জানি না। স্যাররা কোথায় আছে তাও বলতে পারবো না। এবিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোশাররফ হোসেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নেপথ্যে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সিন্ডিকেট : কুষ্টিয়াতে সক্রিয় সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সিন্ডিকেট। তামাক ব্যবসার আড়ালে নানা অপকর্ম করছেন শক্তিশালী এই চক্র। ৫ আগস্টের পর নতুন করে জেনুইন লিফ কোম্পানি নামে কুষ্টিয়ার ভেড়ামারা ও দৌলতপুর উপজেলায় প্রসেসিং কারখানা চালু করেছেন। জেনুইন লিফ কোম্পানির মালিক আব্দুস সবুর লিটন। তিনি চট্রগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর। এছাড়া রাজনীতিতেও সক্রিয় ছিল আব্দুস সবুর লিটন। তিনি চট্রগ্রাম পৌর রামপুর ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও খালিশপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য। নরসিংদী ও কুষ্টিয়া জেলায় ‘জেনুইন ট্যোবাকো’ নামে তিনি ব্যবসা পরিচালনা করেন। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী নওফেল চৌধুরীর সাথে ‘বিজয় ট্যোবাকো’ নাম দিয়ে একসঙ্গে ব্যবসা করেন লিটন। ৫ আগস্টের আগে আওয়ামীলীগ নেতাদের ম্যানেজ করে তারা ও বিজয় ট্যোবাকোর নামে বিপুল পরিমান তামাক ক্রয় করতেন। আব্দুস সবুর লিটন ও
নওফেলের নেতৃতে কুষ্টিয়ায় নকল গোল্ডলিফ ও বেনসন সিগারেট তৈরি করছে চক্রটি। তারা দীর্ঘদিন ধরে দৌলতপুর ও ভেড়ামারায় গোপন কারখানায় এসব নকল সিগারেট তৈরি করছেন। বিষয়টি গোয়ান্দা সংস্থা ও প্রশাসনের কর্তারা অবগত রয়েছেন। বিষয়টি নিয়ে কুষ্টিয়ার সচেতন মহল বারবার প্রশাসনকে অবগত করলেও অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা নেয়া হয় না। জেনুইন লিফ কোম্পানির পক্ষে মোস্তাফিজুর রহমান নামে একজন সাফিনা টাওয়ারের মালিকের সাথে ভাড়ার চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। ভাড়াটিয়ার চুক্তিপত্র অনুযায়ী মেহেরপুর জেলার গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মুস্তাফিজুর রহমান ভবনের তিনটি ইউনিট ও তিনটি গাড়ির পার্কিং স্পেস ভাড়া নেন। গাড়িটি বর্তমানে মুস্তাফিজুর রহমানের পার্কিং স্পেসে রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ভাড়া নিয়েছেন তিনি। মুস্তাফিজুর রহমান কুষ্টিয়ার দশ মাইল এলাকায় অবস্থিত আব্দুস সবুর লিটনের প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার বলে জানা গেছে। এদিকে কুষ্টিয়ায় বিএনপি নেতাদের ছত্রছায়ায় আবারো অপকর্মের জাল বিছিয়েছে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সিন্ডিকেট। কুষ্টিয়া অঞ্চলে সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সিন্ডিকেটের রয়েছে তামাক ব্যবসা ও নকল সিগারেট তৈরীর কারখানা। আওয়ামীলীগ নেতাদের সেল্টারে কুষ্টিয়াতে দীর্ঘদিন ধরে গোপন কারখানায় নামিদামি কোম্পানীর নকল সিগারেট তৈরি করে আসছেন তারা। ৫ আগস্টের পর আওয়ামীলীগ সরকারের পতন হলে বিএনপি নেতাদের ছত্রছায়ায় নতুন করে ব্যবসা শুরু করেছেন নওফেল সিন্ডিকেট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিএনপির দুই প্রভাবশালী নেতার ছত্রছায়ায় উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের নাজিবপুর ও প্রতাপপুর এবং বড়গাংদিয়ার জহুরাগঞ্জ মাঠে মধ্যে নকল সিগারেট তৈরির কারখানা স্থাপন করেছেন নওফেলের ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার লিটন। বিএনপি নেতাদের
হুমকিতে এসব বিষয়ে মুখ খুলতে সাহস পায়না। এবার শুধু অবৈধ ব্যবসায় নয়, পলাতক আওয়ামীলীগ নেতাদের সম্পদ রক্ষায় কাজ করছেন নওফেল সিন্ডিকেট। কারণ সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের গাড়িটি ছিল সাফিনা টাওয়ারের ভাড়া করা গ্যারেজে। ভাড়াটিয়ার চুক্তিপত্র অনুযায়ী মেহেরপুর জেলার গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মুস্তাফিজুর রহমান ভবনের ৫টি ফ্ল্যাট ও তিনটি গাড়ির পার্কিং স্পেস ভাড়া নেন। আনারের গাড়িটি মুস্তাফিজুর রহমানের পার্কিং স্পেসেই ছিল। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মুস্তাফিজুর রহমান জেনুইন লিফ কোম্পানির পক্ষে ফ্ল্যাট ও গ্যারেজ ভাড়া নিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এই মুস্তাফিজুর রহমান গাংনী পৌর বিএনপির সাবেক সভাপতি। গাড়িটি নওফেলের মাধ্যমে লিটনের কোম্পানির লোকজন এখানে নিয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করলে বেরিয়ে আসবে। এছাড়া জেনুইন লিফ কোম্পানিতে বিএনপির একাধিক নেতাকর্মীদের নিয়োগ দেয়া হয়েছে বলেও একাধিক সুত্র নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640