1. nannunews7@gmail.com : admin :
November 11, 2025, 1:49 am
শিরোনাম :
কুমারখালীতে চোর সন্দেহে বাড়ি থেকে তুলে এনে দুই কিশোরকে রাতভর নির্যাতন, টাকার বিনিময়ে ছাড় অধ্যাপক শহীদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন দৌলতপুরে কর্মবিরতি, বিক্ষোভ ও মানববন্ধনে প্রাথমিক শিক্ষকেরা শেষবারের মতো হলেও অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি চুয়াডাঙ্গা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা একমাত্র ছেলে সায়মুন আরাফাত স্বপ্নিল-এর জন্মদিনে বাবা-মায়ের আবেগঘন শুভেচ্ছা দৌলতপুরের বয়স্কভাতার টাকা যায় বগুড়ায়, মেম্বারের শ্বশুরবাড়ি! মাইকিং করে বিক্ষোভে ক্ষুব্ধ ভাতাভোগীরা একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদন টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্ণ করলো বাংলাদেশ আওয়ামী লীগকে প্রেস সচিবের হুঁশিয়ারি এটা ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়

কুষ্টিয়ায় জমি আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত সময় Friday, June 13, 2025
  • 81 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ পারিবারিক সম্পত্তি উদ্ধারে গেলে জাহানারা চৌধুরী নামে এক কানাডা প্রবাসী নারীকে শালীলতাহানী ও প্রাননাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ ওই নারীর। ভুক্তভোগী ওই নারী গত ২৭শে এপ্রিল কুষ্টিয়া সদর থানায় একটি সাধারন করেছেন। যার জিডি নং-১৭৮৯ এছাড়াও গত ১১ই জুন একটি অভিযোগও জমা দেন কুষ্টিয়া মডেল থানায়। বৃহস্পতিবার বিকালে শহরে একটি রেষ্টুরেন্টে ভুক্তভোগী কানাডা প্রবাসী জাহানারা চৌধুরী সংবাদ সম্মেলনে জমি আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ করে বলেন, কুষ্টিয়ার আদম ব্যবসায়ী ও মালয়েশিয়াগামী জনবল সরবরাহকারী আতিকুর রহমান মাসুদ প্রতারণামূলকভাবে আমাদের পৈত্রিক জমি দখল করে নিচ্ছেন এবং আমাকে নানাভাবে হুমকি দিয়ে চলেছেন। সংবাদ সম্মেলনে জাহানারা চৌধুরী আরো জানান, প্রায় ৩৬ কাঠা জমির মধ্যে ৩.১৩৭৫ কাঠা এ্যাজমালী রেখে বাকি জমি ওয়ারিশগণের মধ্যে বিভাজিত হয়। কিন্তু ২০২২ সালের অক্টোবর মাসে ওয়ারিশগণ এ্যাজমালী অংশ থেকে ১০.৪২ কাঠা জমির নাম খারিজ করে নেন। বিষয়টি জানতে পেরে ২০২৩ সালে তারা এসিল্যান্ড কার্যালয়ে আবেদন করে খারিজ বাতিলের দাবি জানান। কিন্তু উল্টো বিবাদী পক্ষ খারিজ বহাল রাখার জন্য জেলা জজ আদালতের যুগ্ম আদালতে মামলা দায়ের করে, যার রায় আসে বাদীপক্ষের (জাহানারাদের) অনুকূলে। জাহানারা আরও অভিযোগ করেন, আতিকুর রহমান মাসুদ আংশিক জমি ক্রয় করেও সম্পূর্ণ জমি আত্মসাৎ করার চেষ্টা করছেন। তিনি মিউটেশন সূত্রে জমি কিনেছেন, ওয়ারিশ সূত্রে নয়। এই বণ্টন মামলা চলাকালীন তিনি জমি কিনেছেন যা সম্পূর্ণ আইন পরিপন্থী । সংবাদ সম্মেলনে জাহানারা জানান, হাউজিং এলাকার ফারুক হোসেন খোকা, আতিকের পক্ষ হয়ে তাকে নিয়মিত হুমকি দিচ্ছেন এবং শ্লীলতাহানির চেষ্টা করছেন। চৌধুরী সুপার মার্কেটে চলমান মামলার সাইনবোর্ড থাকা সত্ত্বেও তা তুলে ফেলা হয়েছে। তিনি জানান, তার জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। তিনি জানান, এ ব্যপারে কুষ্টিয়া জেলা পুলিশে অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে বিষয়টি তারা তদন্তে রেখেছে। জাহানারা চৌধুরী প্রশাসনের কাছে আবেদন জানান, দ্রুত তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হোক এবং তাদের পারিবারিক জমির সুষ্ঠু বণ্টন করা হোক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640