কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে এসএসসি ৯৫ ব্যাচের কুমারখালী বন্ধুদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়ার কুমারখালী কাজীপাড়াস্থ এশিউর জেনারেল হাসপাতালে এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়। এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচীর আয়োজক কমিটিস সভাপতি ৯৫ ব্যাচের বন্ধু মীর ফরহাদ ফয়সাল রনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি মো. শেখ সাদী। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বারডেম হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সুলতান মাহমুদ খোকন, কুষ্টিয়া মেডিকেল কলেজের নবজাত শিশু, কিশোর বিশেষজ্ঞ ডা. মাহাবুবা তাজমিলা পুস্প, পাবনা মেডিকেল কলেজের ইউরোলজি বিশেষজ্ঞ ডা. খ. মেহেদি ইবনে মোস্তফা, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, মহাখালীর ডা. মো. রাশেদুল হাসান, এটিএন বাংলার বার্তা সম্পাদক মো. শরিফুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন এসএসসি ৯৫ ব্যাচের কুমারখালী বন্ধু ও স্থানীয় রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে বেলুন উড়িয়ে ও গেটের ফিতা কেটে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচীতে এসএসসি ৯৫ ব্যাচের বন্ধু ও দেশের বিখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচী পরিচালনা করেন ড. মাসুদুর রহমান ও মো. কামরুজ্জামান বুলবুল।
Leave a Reply