কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় কুরবানীর পশুর হাট জমে উঠেছে। শেষ মুহুর্তে জেলার সকল পশুর হাট গুলোতে ব্যাপক গরু ও ছাগলের ব্যাপক আমদানীতে সেই সাথে বেচাকেনায় ক্রেতা ও বিক্রেতাদেও সন্তুষ্ট প্রকাশ করতে দেখা গেছে। শনিবার ছিল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ পশুরহাট আলামপুরের হাট। বৃষ্টি অপেক্ষা করে শনিবারের হাটে প্রচুর কোরবানীর পশুর সরবরাহ ছিল সেই সাথে ক্রেতা ও বিক্রেতার সন্তুষ্টির সাথে পশু কেনা বিক্রির খবর পাওয়া গেছে। বিক্রেতারা যেমন ভাল দামে গরু বিক্রি করতে পেরেছেন সেই সাথে পশুর দাম উর্ধগতি না হওয়ায় ক্রেতারা দেখে শুনে দেন দরবার করে পছন্দের পশুটি ক্রয় ক্ষমতার মধ্যে থেকেই ক্রয় করতে পেরেছেন বলে জানা যায়। এই শনিবারের হাটেও ঢাকাসহ দেশের নানা প্রান্ত থেকে আসা ব্যাপারী ও ক্রেতাদের পশু কিনতে দেখা গেছে। এই হাটে ১০মনের উপরে প্রচুর গরুর আমাদনী ছিল। ১০মনের উপরের ওজনের গরু গুলো ২লক্ষ থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে দেখা গেছে। দুপুর থেকে দুই একটি গরু বিক্রি হতে থাকে। বিকেল পর্যন্ত বেচাকেনায় হতাশাপুর্ণ ছিল কিন্তু বিকেলে পর থেকে পশুর হাত বদল আর টাকা লেন দেনে ব্যস্ত হয়ে পড়েন ক্রেতা ও বিক্রেতা। এদিকে এই হাটের হাসেলে বেশি পরিমান টাকা নেয়ার অভিযোগ উঠলেও ইজারাদারের কর্মচারীরা জানান বিধি মেনেই হাসিলের টাকা নেয়া হচ্ছে। অধিকাংশ পশুর মালিক ও ব্যবসায়ীদের পশু ক্রয় করে বাড়ি ফিরতে দেখা গেছে। আবার অনেককে অধিক মোনাফা লাভের জন্য বাড়িতে ফেরত নিয়ে যেতে দেখা গেছে। এদের মধ্যে অনেকে হাট ফেরত গরু ও ছাগল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার হাট গুলোতে নিয়ে যাবে বলে জানিয়েছেন। বালিয়াশিশ গ্রামের গরু খামারী ইসমাইল জানান, এই হাটে প্রচুর গরুর আমদানী হওয়ায় এখানে ক্রেতা ও বিক্রেতার সংখা বেশি থাকে। বৃষ্টির কারনে জনদুর্ভোগ হলেও পশূ বিক্রি করে মালিকদের খুশি মনেই বাড়ি ফিরতে দেখা গেছে। গতকাল রবিবার জেলার আইলচারা পশুরহাটেও বিভিন্ন আকারের প্রচুর গরু এবং ছাগলের আমদানী লক্ষ্য করা গেছে। তবে বড় গরুর চেয়ে মাঝারী এবং ছোট গরুর চাহিদা বেশি। কুষ্টিয়া শহর থেকে আসা ব্যবসায়ী জামিরুল জানান, এবার গরুর দাম বেশি হওয়ার আশংকা করেছিলাম কিন্তু হাটে এসে বুঝলাম গরুর দাম মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে। তিনি জানান, এই হাটে বড় আকারের গরুর আমদানী বেশি হওয়ায় এখানে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ী এবং ক্রেতাদের ভিড় করতে দেখা যায়। এদিকে কুষ্টিয়ার পশূর হাটের চেয়েও বাড়ি বাড়িতে গরু বিক্রি হওয়ার রেওয়াজ রয়েছে। অনেকে আগে থেকেই বাড়িতে বসেই গরু কেনা বিক্রি শুরু করেছেন। তবে আগে যারা কিনেছেন তারা একটু বেশি দামেই কিনেছেন বলে জানা যায়। কুষ্টিয়া অঞ্চলের এমন কোন বসতবাড়ি নেই যেখানে কমপক্ষে একটি গরু বা একটি ছাগল পালন করে থাকেন কোরবানীকে লক্ষ্য করে এমন পরিবার খুঁজে পাওয়া দুঃসাধ্য হয়ে যাবে। প্রতিবারের মত এবারো রেকর্ড পরিমান গরু ও ছাগলের খামারে এই কোরবানীর পশু রয়েছে বলে জেলা প্রাণি সম্পদ অফিস সুত্রে জানা যায়। প্রতিবারের ন্যায় এবারো অধিক মোনফা লাভের আশায় বিপুল পরিমান গরু এবং ছাগল কুষ্টিয়া অঞ্চল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায়। শনিবার ঢাকায় গরু নেয়ার পথে কালুখালী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়ার আব্দালপুর গ্রামের দুইজন খামারীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply