1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 3:08 am
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

কুষ্টিয়ার রশিদ এগ্রো ফুডের মালিক ও দেশের শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিধ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে শোধ করছেন না

  • প্রকাশিত সময় Wednesday, June 4, 2025
  • 186 বার পড়া হয়েছে

কাগজ প্রতিবেদক ॥ একাধিক আলিশান বাড়ি, বিভিন্নœ মডেলের একাধিক দামি গাড়ি, ঢাকা, মানিকগঞ্জ, কুষ্টিয়া, ঝিনাইদহ, বগুড়া ও নাটোরসহ দেশের বিভিন্নœ স্থানে শত শত বিঘা মূল্যবান জমি, একাধিক চালু কারখানা সব কিছুই স্বাভাবিক চলছে। তারপরও কুষ্টিয়ার চাল মিল মালিক, বাংলাদেশ মেজর অটো হ্যাসকিন চাল মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদ কমপক্ষে ১২টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এক হাজার ২২ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করছেন না। ইতোমধ্যে ঋণ খেলাপির খাতায় নাম লিখিয়েছেন। একাধিক ব্যাংক তার কয়েকটি প্রতিষ্ঠানকে নিলামেও তুলেছেন। ইতোমধ্যে একজন পাওনাদারের করা মামলায় তিনি জেলে গেলেও বর্তমানে জামিনে বের হয়েছেন। ব্যাংকাররা জানিয়েছেন, ইতোমধ্যে রশিদের নামে শতাধিক মামলা করা হয়েছে। একমাত্র ইসলামী ব্যাংকই তার বিরুদ্ধে টাকা আদায়ের জন্য ৪৫টি মামলা করেছে। ৫ আগষ্টের আগে তিনি ব্যাংকগুলোকে পাত্তাই দিতেন না আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফের দাপটে। পলাতক হানিফের সাথে ছিল আব্দুর রশিদের দহরম মহরম সম্পর্ক। বিভিন্ন অনুষ্ঠানে হানিফের সাথে দেখা যেত তাকে। ব্যাংকাররা জানিয়েছেন, তার কারখানাগুলো চালু। স্বাভাবিক গতিতে উৎপাদন হচ্ছে বাজারজাত হচ্ছে পণ্য। দিব্যি তিনি অফিস করছেন ব্যবসায়িক সব কাজেই সরব আছেন কিন্তু ব্যাংকের ঋণ পরিশোধে কোনোভাবেই আন্তরিক হচ্ছেন না। ব্যাংকের কর্মকর্তার ঋণ পরিশোধে প্রতিনিয়ত তার অফিস এবং বাড়িতে ধর্ণা দিচ্ছেন কিন্তু তিনি শুধুই আশ^াস দিচ্ছেন দ্রুত ঋণশোধ করব! এই দ্রুত সময় কবে হবে তা নিয়েই ব্যাংক কর্মকর্তা এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষেও ঘুম হারাম হয়ে যাচ্ছে। ব্যাংকের ঋণ তসরুপ করে নামে-বেনামে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করলেও ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধে গড়িমসি করছেন তিনি। বিভিন্ন সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এক্সিম ব্যাংক প্রিমিয়ার ব্যাংক, আইডিএলসি লিজিং কোম্পানি, লংকা-বাংলা ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আইপিডিসি ফাইন্যান্স, সিভিসিএফএল, মেরিডিয়াম ফাইন্যান্স, থেকে বেশ কয়েক বছর আগে নেয়া ১ হাজার ২২ কোটি ৬১ লাখ ৯২ হাজার টাকার ঋণ নিয়েছেন আব্দুর রশিদ, যা সুদে- আসলে বেড়ে অনেক হয়েছে। ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার একটি সূত্র জানায়, বাংলাদেশ মেজর হ্যাসকিন চাল মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও রশিদ অ্যাগ্রোফুডের কর্তধার আব্দুর রশিদ কুষ্টিয়ার পোড়াদহের বল্লভপুরে অবস্থিত ‘রশিদ অ্যাগ্রোফুড প্রোডাক্টস লিমিটেড’ এর নামে ২০২২ সালে মোট ১৫৩ কোটি ৫০ লাখ টাকা ঋণ নেন। বর্তমান ওই ঋণ সুদ-আসলে অনাদায়ী দাঁড়িয়েছে প্রায় ১৮০ কোটি টাকা। তিনি একই প্রতিষ্ঠান ‘রশিদ অ্যাগ্রোফুড প্রোডাক্ট লিমিটেডর নামে অগ্রণী ব্যাংক মজমপুর শাখা থেকে ১৫৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ নিয়েছেন, যা বর্তমানে সুদে আসলে দাঁড়িয়েছে ১৬০ কোটি টাকারও বেশি। ঋণ পরিশোধ না করায় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হন আবদুর রশিদ। ইতোমধ্যে অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে ফৌজদারি আদালতে ১০টি মামলা বিচারাধীন রয়েছে যা ইতোমধ্যে চার্জ গঠন সম্পন্ন হয়েছে বলে জানা যায়। ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখা থেকে পাবনার ঈশ্বরদী বহরপুর এলাকায় অবস্থিত ‘রশিদ ওয়েল মিলস লিমিটেড’ এর নামে ৪৯ কোটি ঋণ নেয়া হয়। সুদে আসলে বর্তমান এ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৯ কোটি টাকা। দীর্ঘ দিন ব্যাংক কর্তৃপক্ষের আলোচনা করে শুধু আশ^াস দিয়ে সময়ক্ষেপণ করেছেন মাত্র কোনো সমাধান না পাওয়ায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ গত ৫ফেব্রুয়ারি ‘রশিদ অ্যাগ্রোফুড প্রোডাক্ট লিমিটেড’ এর নামে এবং ১৮ মে‘রশিদ ওয়েল মিলস লিমিটেড’ এর নামে জাতীয় ও স্থানীয় পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দিতে বাধ্য হয়েছেন। সূত্রটি আরো জানায়, ইতোমধ্যে ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার করা ফৌজদারি আদালতে ৪৫টি মামলা বিচারাধীন রয়েছে এই দু’টি প্রতিষ্ঠানের নামে। নাটোর জেলার গড়মাটি এলাকায় অবস্থিত ‘রশিদ অটোমেটিক রাইস মিলস লিমিটেড’ এর নামে ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তিনি ঋণ নিয়েছেন ৩৫০ কোটি ১ লাখ ২১ হাজার টাকা। এই অর্থ দিয়ে দেশের বিভিন্ন স্থানে জমি, কারখানা, দামি গাড়ি কিনেছেন স্ত্রী, সন্তান, ভাই, বোন ও পরিবারের অন্যান্য সদস্যের নামে। এর মধ্যে ট্রাষ্ট ব্যাংক ঢাকা মিলেনিয়াম করপোরেট শাখা থেকে ঋণ নিয়েছেন ১৯৫ কোটি ৬০ লাখ টাকা এবং ১৪ কোটি ২৬ লাখ ২৯ হাজার টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখা থেকে ১৯ কোটি ১০ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ৯৪ লাখ টাকা, আইডিএলসি ফাইন্যান্স করপোরেট শাখা থেকে ১ কোটি ৩৬ লাখ ৫২ হাজার টাকা, লংকা-বাংলা ফাইন্যান্স করপোরেট শাখা থেকে ২৪ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা, আইপিডিসি ফাইন্যান্স থেকে ৪২ কোটি ১১ লাখ টাকা, সিভিসিএফএল থেকে ১৬ কোটি ২৭ লাখ টাকা, মেরেডিয়ান ফাইন্যান্স ৬ কোটি ৩০ লাখ এবং এক্সিম ব্যাংক কুষ্টিয়া শাখা থেকে ২৯ কোটি ৬৮ লাখ টাকা ঋণ নিয়েছেন। পাবনার ঈশ^রদীর মুলাডুলিতে অবস্থিত ‘রশিদ পেপার মিলস লিমিটেড’ এর নামে প্রিমিয়ার ব্যাংক থেকে ১৬৪ কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। শুরুতেই এই প্রতিষ্ঠানে জটিলতার কারণে তিনি আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা যায়। ‘রশিদ আতপ অটোমেটিক রাইস মিলস লিমিটেড’-এর নামে লংকা-বাংলা ফাইন্যান্স থেকে ৫৫ কোটি ৬৪ লাখ টাকা ঋণ নেন কিন্তু এখন পর্যন্ত এর বিপরীতে কোনো কিস্তি জমা দেননি বলে জানা যায়। রশিদ এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের নামে প্রিমিয়ার ব্যাংক ঢাকা করপোরেট শাখা থেকে ৩৭ কোটি টাকা ঋণ নিয়েছেন। রশিদ লজিস্টিক লিমিটেড নামের প্রতিষ্ঠানের নামে লিজিং কোম্পানি লংকা-বাংলা ফাইন্যান্স থেকে ২৫ কোটি ৭৭ লাখ টাকা এবং লিজিং কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স থেকে ঋণ নেয়া হয়েছে ৪ কোটি ৫২ লাখ টাকা। এই দুই প্রতিষ্ঠানের কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় এই প্রতিষ্ঠানটি ঋণখেলাপি হিসেবে ঘোষণা করা হয়েছে। রাদিফ অটো মোবাইল লিমিটেড প্রতিষ্ঠানের নামে লিজিং কোম্পানি লংকা- বাংলা ফাইন্যান্স থেকে ১ কোটি ৭২ লাখ টাকা ঋণ নেয়া হয়েছে। দীর্ঘ দিন ধরে নিজের আটটি প্রতিষ্ঠানের নামে হাজার কোটি টাকার বেশি টাকা ঋণ নিয়েও পরিশোধ না করায় জনমনেও ক্ষোভের সঞ্চার হয়েছে। দেশের বৃহৎ ঋণখেলাপি হিসেবে ইতোমধ্যে সর্বত্র আব্দুর রশিদের নাম চাউড় হয়েছে কিন্তু তিনি এই বিষয়গুলোতে বিন্দু মাত্র কর্তপাত করছেন না। গত কয়েক মাস আগে তিনি নাটোরের এক ব্যবসায়ীর থেকে নেয়া কোটি টাকা ফেরৎ না দেয়ায় ওই ব্যক্তির করা একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন। কিন্তু কয়েক দিনের ব্যবধানে জেল থেকে মুক্ত হয়ে আসেন। দেশের শীর্ষ চাল ব্যবসায়ী আব্দুর রশিদের বিরুদ্ধে ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়ে তা সময় মতো ফেরৎ না দেয়ার বিষয়টি বাংলাদেশ ব্যাংক অবগত থাকলেও সে ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ চোখে পড়ছে না। সূত্রে জানা যায়, আব্দুর রশিদের কাছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা বিপুল পরিমাণ টাকা পাওনার অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে- কুষ্টিয়া ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবব্দুর রশিদ ও তার পরিবারের সদস্যদের নামে কয়েক হাজার টাকার সম্পদ রয়েছে। তার প্রত্যেকটি শিল্পপ্রতিষ্ঠান চালু এবং নিয়োমিত উৎপাদনে রয়েছে। ফলে এসব প্রতিষ্ঠান থেকে প্রতিনিয়ত আয় হচ্ছে। অথচ ব্যাংকগুলোর ঋণ পরিশোধে গড়িমসি ও অবহেলার বিষয়টি সবার নজরে আসছে। ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারী এমনকি তাদেও মালিক পক্ষ থেকেও অনেক দেন দরবার করা হলেও তাতেও কোনো ফলাফল মিলছে না। বিভিন্ন সূত্রে জানা যায়, চাল ব্যবসায়ী আব্দুর রশিদের কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় আলেয়া ভবন, গোশালা সড়কের নবনির্মিত আলিশান বাড়ি, র‌্যাব গলিতে বাড়ি রয়েছে। কলেজ মোড়ে ৪৫ কাঠা জমি, পোড়াদহে মাতৃছায়া নামের আলিশান বাড়ি, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাপাড়া বাজার এলাকায় ১১ বিঘা বাণিজ্যিক জমি, মানিকগঞ্জে ১৭ বিঘা জমি, বালুঘাট এলাকায় ১০ বিঘা জমি, ঢাকা শহরের ধানমন্ডি ও গুলশানে আলিশান বাড়ি ও অফিস, সিরাজগঞ্জে ১০ কোটি টাকা মূল্যমানের একটি পুরনো জুট মিল, ব্র্যাক ব্যাংকের নিলাম থেকে ভিআইপি ফ্লাওয়ার মিল এবং ভিআইপি অটো রাইস মিল চালু অবস্থায় ২০ কোটি টাকায় কিনেছেন। বর্তমানে এ দু’টি কারখানায় পণ্য উৎপাদন হচ্ছে। কুষ্টিয়া শহরের মজমপুর গেটে কয়েক বিঘা জমির ওপর ভবন ও ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। যার মূল্য কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে এলাকাবাসী জানিয়েছেন।
রয়েছে দামি মডেলের অনেক গাড়ি, যা তিনি নিজে এবং পরিবারের অন্য সদস্যরা ব্যবহার করছেন। পাঁচ শতাধিক ট্রাক ও অন্যান্য যানবাহন রয়েছে যার মাধ্যমে প্রতি নিয়ত আয় করছেন তিনি। হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েও ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধে বছরের পর বছর গড়িমসি করছেন। বিপুল অঙ্কের টাকা ঋণ দিয়ে তা ফেরত না পাওয়ায় সংশ্লিষ্ট ব্যাংকগুলোর উপমারাত্মক প্রভাব পড়ছে বলে জানা যায়। এই সম্পত্তি থেকে ব্যাংকের ঋণ পরিশোধ সহজ বলে এলাকাবাসী মনে করছেন কিন্তু তিনি ঋণ পরিশোধে কোনোভাবেই আগ্রহী না হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। এ বিষয়ে আব্দুর রশিদের মোবাইলে একাধিকবার ফোন করে পাওয়া যায়নি। তবে রশিদ গ্রুপের কোম্পানি ম্যানেজার আব্বাস উদ্দিন গত বৃহস্পতিবার জানিয়েছেন, স্যার নানা কাজে ব্যস্ত রয়েছেন। তারা করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে ব্যবসায়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধারদেনা করে ব্যবসাগুলো চালু রেখেছেন। তিনি দাবি করেন, রশিদ সাহেব কখনো আওয়ামী লীগ করেননি। তবে ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে স্থানীয় আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে চলতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640