1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 3:39 pm

ভাবনা যখন যাত্রার ‘নায়িকা’

  • প্রকাশিত সময় Saturday, May 31, 2025
  • 44 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ প্রথম ধাক্কায় মনে হতে পারে, যাত্রাপালায় নাচ শুরু করেছেন আশনা হাবিব ভাবনা। বাংলা সিনেমার নায়িকাদের মধ্যে ময়ুরী, মুনমুন, নাসরিনরাও নেচেছেন যাত্রায়। এবারে কি সেই দলে নাম লেখালেন ভাবনা?
ফ্রান্সের কান শহর থেকে ‘জেনুবিয়া’ নামে এক সিনেমার ঘোষণা দিয়েছিলেন ভাবনা। পরে আর সে ছবির কোনো খবর জানা যায়নি। ডিবি হারুণের জীবনীভিত্তিক ‘হাওরের মানিক’ সিনেমাটিও অনিশ্চিত। তবে এরই মধ্যে যাত্রার নায়িকার ভূমিকায় ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ নামে এক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম।
একসময় যাত্রা ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। তা নিয়ে কেন ছবি বানাচ্ছেন নির্মাতা? আসিফ ইসলাম বলেন, ‘যাত্রা কীভাবে বিলীন হয়ে গেছে, কীভাবে টিকে থাকার লড়াই করছে সেই বিষয়গুলোকে বড় পর্দায় ধরে রাখতে চেয়েছি। সিনেমায় যাত্রার প্রিন্সেসের চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা।’
আসিফ ইসলাম জানান, শৈশব থেকেই যাত্রার সঙ্গে পরিচয় তার। একসময় নিয়মিত যাত্রা দেখতেন। সেই থেকেই যাত্রামঞ্চ তাকে আলোড়িত করেছে। অপেক্ষায় ছিলেন এ নিয়ে গল্প বলবেন একদিন। ভাবনার চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি ভাবনার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা। যাত্রার প্রিন্সেস হয়ে ওঠা তার জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল। কারণ, এটি এমন একটি চরিত্র, যেখানে তাকে অভিনয় করতে হয়েছে, নাচতেও হয়েছে। দুটোই সে ভালো জানে। তবে যাত্রাশিল্পীদের মতো নাচ তাকে শিখতে হয়েছে।’
সর্বশেষ যাত্রা উপভোগের অভিজ্ঞতা জানিয়ে আসিফ বলেন, ‘দীর্ঘদিন পর ২০১৮ সালে যাত্রাপালা দেখার সুযোগ হয়। পালাটি ছিল “নবাব সিরাজউদ্দৌলা”। প্রায় ৩৫ বছর আগে এই যাত্রা দেখেছিলাম। আবার যেন সেই দিনগুলোতে ফিরে গেলাম। তবে একটা ব্যাপার খেয়াল করলাম, যাত্রার চিত্র বদলে গেছে। দর্শক আসলে যাত্রা দেখতে আসেনি, দর্শক দেখতে চায় অ্যাডাল্ট নাচ। তারা দেখতে এসেছে শহর থেকে আসা প্রিন্সেসকে। সেদিনই প্রথম আমি ওই নৃত্যশিল্পীকে মঞ্চে দেখি।’
চলতি বছরের জানুয়ারি মাসে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট বানিয়ে ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমার শুটিং করা হয়। ভাবনা ছাড়া সিনেমার অভিনয় করেছেন পেশাদার যাত্রাশিল্পীরা। অন্য পেশার পাশাপাশি বহুকাল ধরে ওই দলটি যাত্রাপালা করে আসছে। শুটিং-পরবর্তী সম্পাদনা শেষে বিভিন্ন উৎসব ঘুরে দেশে মুক্তি পেতে পারে ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640