ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় শহরের বিখ্যাত অনিক বেকারী এবং কেক কিংস নামের ২টি দোকান তুচছ ঘটনায় ভাংচুর-লুটপাট করেছে একদল দৃর্বৃত্ত। দফায় দফায় হামলা চালানোর সময় ককটেল ও গুলির বিস্ফোরনে শহর জুড়ে আতংক সৃষ্টি করে। হেলমেট বাহিনীর তান্ডবে এসময় গুলিবৃদ্ধ সহ আহত হয়েছে কমপক্ষে ৪ জন। গতকাল বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শহরে এই তান্ডব চালায় দৃর্বৃত্তরা। এ ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে সেনা টহল জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কঠোর অবস্থান নেয় পুলিশ। সূত্র জানায়, সকাল ১১টার দিকে ভেড়ামারা শহরের কতিপয় উঠতি বয়সি যুবক ভেড়ামারা মডেল উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের পাশে কেকস কিং এর দোকানে বসে নাস্তা করছিল। নাস্তা শেষে তারা ধুমপান করতে শুরু করে। এসময় দোকানদার ওয়াসিম আকরাম নিঝর তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। তাদের বলে, এই দোকানে ধুমপান করা নিষেধ । দয়া করে বাহিরে গিয়ে ধুমপান করুন। এসময় বাকবিতান্ডে জড়িয়ে পড়েন উভয়ে। এ সময় দোকানদারের উপর হামলা চালায় তারা। ভাংচুর করা হয় কেকস কিং। এসংবাদ ছড়িয়ে দেওয়া হয় তাদের সংঘবদ্ধ গ্র“পের কাছে। পরে দোকানদারের পক্ষে ১৬ দাগ থেকে একটি গ্র“প এবং উঠতি যুবকদের পক্ষে শহরের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক যুবক এই হামলায় জড়িয়ে পড়ে। পরে শহরের কাচাবাজার এলাকায় অবস্থিত অনিক বেকারীতে হামলা চালায় ওই গ্র“প। এসময় দোকানের মালিক আব্দুল মান্নান সহ কর্মচারীদের বেধড়ক মারপিট করা হয়। ক্যাশের ড্রয়ার থেকে নগদ টাকা সহ লুটপাট করা হয় । দুপুর আড়াইটার দিকে শহরের একটি গ্র“প সুসজ্জিত হয়ে হেলমেট পড়ে, হাতে লাটি সোটা নিয়ে কেকস কিং দোকানে আবারো হামলা চালায়। এসময় ককটেল এবং গুলির আওয়াজ শুনা যায়। এ বিষয়ে ভেড়ামারার পরিস্থিতি নিয়ন্ত্রন নিতে শহরে সেনা টহল জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ভেড়ামারা থানা পুলিশ।
Leave a Reply