বিনোদন প্রতিবেদক ॥ ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে কেন্দ্র করে তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর মধ্যে প্রায়ই ভার্চুয়াল দ্বন্দ্ব চলে। কখনো হঠাৎ করে, কখনও ইঙ্গিতপূর্ণভাবেÑ ফেসবুক পোস্টের মাধ্যমেই চলতে থাকে আলোচনার ঝড়।
মঙ্গলবার দুপুরে বুবলী তার ছেলে শেহজাদ খান বীর এবং শাকিব খানের একান্ত কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। ক্যাপশনে লেখেন, ‘পরিবারÑ যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’
ভক্ত-অনুরাগীরা ছবিতে বাবা-ছেলের স্নেহময় সম্পর্ক উপভোগ করলেও, কেউ কেউ এটিকে দেখেছেন নেতিবাচক চোখে। প্রশ্ন তুলেছেন, ‘এমন ব্যক্তিগত মুহূর্ত লুকিয়ে ক্যামেরাবন্দি করার দরকার কী?’
বুবলীর পোস্টের কিছুক্ষণের মধ্যেই নিজের ফেসবুকে একটি পোস্ট দেন অপু বিশ্বাস। তিনিও তার ছেলে আব্রাম খান জয় ও শাকিব খানের কিছু পুরনো ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, “‘বাবা’ এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’
অপুর পোস্ট ঘিরেও মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ প্রশংসা করেছেন, কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, ‘একই দিনে দুই গ্রুপের পোস্ট কম্পিটিশন।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপু এত দেরি করলেন কেন?’
দুই প্রাক্তনের এমন পাল্টাপাল্টি পোস্টে শাকিব খানকে ঘিরে তাদের দ্বন্দ্বকেই যেন আবারও স্পষ্ট করে।
Leave a Reply