1. nannunews7@gmail.com : admin :
May 29, 2025, 4:27 am

ট্রাম্পের হুমকির মুখে কানাডার পাশে রাজা চার্লস

  • প্রকাশিত সময় Tuesday, May 27, 2025
  • 1 বার পড়া হয়েছে

এনএনবি : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকি-বিদ্রুপের মুখে কানাডাকে সমর্থনের বার্তা নিয়ে দেশটিতে সফরে যাচ্ছেন যুক্তরাজ্যের রাজা চার্লস তৃতীয় ও রানি ক্যামিলা।
সোমবার তাদের কানাডায় পৌঁছানোর কথা রয়েছে। অটোয়ায় রাজদম্পতির দুইদিনের এই সফরকে কানাডার সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাজ্যের সমর্থন হিসাবেই দেখা হচ্ছে।
কারণ, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি মন্তব্য করেছিলেন, কানাডাকে ‘যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে’ বানাতে চান তিনি—যা নিয়ে দেশটিতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ক্ষুব্ধ হয় কানাডার জনতা। পরে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী কারনি বলেছিলেন, “কানাডা বিক্রির জন্য নয়।”
বিবিসি লিখেছে, কানাডার সাম্প্রতিক নির্বাচনে ট্রাম্পবিরোধী জনমতের ঢেউয়ে জয়ী হন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি ব্রিটিশ রাজা-রানিকে আমন্ত্রণ জানিয়েছেন। সফরকালে তিনি রাজদম্পতির সঙ্গে বৈঠক করবেন।
মঙ্গলবার কানাডার পার্লামেন্টে “স্পিচ ফ্রম দ্য থ্রোন” পাঠ করবেন রাজা চার্লস। প্রায় ৫০ বছরের মধ্যে এটিই কোনও ব্রিটিশ রাজা/রানির এ ধরনের ভাষণ। সর্বশেষ এমন ভাষণ দেওয়া হয়েছিল ১৯৭৭ সালে রানি দ্বিতীয় এলিজাবেথের সময়ে।
রাজা চার্লসের “স্পিচ ফ্রম দ্য থ্রোন” ভাষণে কানাডার স্বাধীনতার সুরক্ষা এবং যুক্তরাষ্ট্রের কানাডা অধিগ্রহণের দাবি প্রত্যাখ্যানের বার্তা থাকবে বলে মনে করা হচ্ছে। কানাডা সরকারের পরামর্শে এটি প্রস্তুত করা হয়েছে।
যুক্তরাজ্যের সাবেক কানাডীয় হাইকমিশনার জেরেমি কিন্সম্যান বলেন, “এটি হবে কানাডার স্বাধীনতার পক্ষে একটি শক্তিশালী বার্তা। রাজা নিজেও এই ভাষণ দিতে গর্ব বোধ করবেন।” ভাষণটি ফরাসি ও ইংরেজি—দুই ভাষাতেই দেওয়া হবে।
সোমবার চার্লসকে অটোয়া বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে। রাজা পরবেন সাধারণ স্যুট; থাকবে না রাজকীয় পোশাকের জাঁকজমক।
বিভিন্ন গোষ্ঠীর সঙ্গেও সাক্ষাৎ করবেন রাজা-রানি। এর মধ্যে থাকবেন কানাডার আদিবাসী ‘ফার্স্ট নেশন’ সম্প্রদায়ের প্রতিনিধিরাও। দেখা করবেন কানাডার প্রথম আদিবাসী গভর্নর জেনারেল মেরি সাইমনের সঙ্গেও।
এটাই রাজা চার্লস ও রানির প্রথম কানাডা সফর, যা গত বছর চার্লসের ক্যান্সার ধরা পড়ায় স্থগিত হয়েছিল। কানাডা সফর রাজা চার্লসের জন্য কূটনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জও বটে।
তিনি যেমন যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান, তেমনি কানাডারও। যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভাল রাখতে চার্লসকে যেমন সহায়ক ভূমিকা পালন করতে হচ্ছে, ট্রাম্পকে ব্যক্তিগতভাবে উষ্ণ চিঠি লিখে দ্বিতীয়বার রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানাতে হয়েছে, তেমনি কানাডায় এখন তাকে ট্রাম্পবিরোধী বার্তাও দিতে হচ্ছে।
এক রাজকীয় সূত্র বলেছে, “রাজা দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এবং কূটনৈতিক ভারসাম্য রক্ষায় দক্ষ। বিশ্বজুড়েই রাজনৈতিক পরিমন্ডলে তার মর্যাদা রয়েছে। বিশ্ব নেতাদের সঙ্গেও তার সম্পর্ক ভাল।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640