1. nannunews7@gmail.com : admin :
May 29, 2025, 4:53 am

গাজা-যুদ্ধের মধ্যেই জেরুজালেম দিবস পালন ফিলিস্তিনিদের প্রতি অবমাননা ও সংঘর্ষ

  • প্রকাশিত সময় Tuesday, May 27, 2025
  • 2 বার পড়া হয়েছে

এনএনবি : গাজা যুদ্ধের বিভীষিকার মধ্যেই ইসরাইলের রাজধানী জেরুজালেমে সোমবার পালিত হলো বিতর্কিত ‘জেরুজালেম দিবস’। এদিন পুরনো শহরের পথে পথে ছিল উগ্র ইসরাইলি জাতীয়তাবাদীদের পদচারণা—ইসরাইলি পতাকা হাতে, উচ্চকণ্ঠে স্লোগান আর ফিলিস্তিনি নাগরিকদের উদ্দেশে অপমানসূচক বাক্যবাণ।
সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।
জেরুজালেম দিবসটি মূলত ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখলের স্মরণে উদযাপন করা হয়। ইসরাইল এই অঞ্চলকে তাদের রাজধানীর অবিচ্ছেদ্য অংশ দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় ও ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে।
এ বছরের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা আরও বেড়ে যায় ইসরাইলের চরম ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতমার বেন গাভিরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনকে কেন্দ্র করে। তিনি বলেন, ‘জেরুজালেম দিবসে টেম্পল মাউন্টে গিয়ে বিজয়ের প্রার্থনা করেছি।’
তবে ফিলিস্তিনিদের কাছে এই স্থানটি জাতীয় পরিচয়ের প্রতীক ও ইসলাম ধর্মের তৃতীয় পবিত্র স্থান হওয়ায় তার উপস্থিতি আবারও ক্ষোভের জন্ম দেয়।
পুরনো শহরের অলিগলিতে দেখা যায়, ইসরাইলি কিশোররা ফিলিস্তিনি দোকানদার ও পথচারীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে, অনেক জায়গায় তাদের মুখে ‘আরবদের মৃত্যু হোক’, ‘তোমাদের গ্রাম পুড়ে যাক’—এমন ঘৃণামূলক স্লোগান। ভয়-ভীতির আশঙ্কায় অনেক ফিলিস্তিনি ব্যবসায়ী আগেভাগেই দোকান বন্ধ করে দেয়।
প্রতিবছর এই মার্চটি পশ্চিম প্রাচীরে (ওয়েস্টার্ন ওয়াল) গিয়ে শেষ হয়, যা ইহুদিদের কাছে প্রার্থনার পবিত্রতম স্থান। তবে এর আগে নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে যেতে হয় ফিলিস্তিনি অধ্যুষিত এলাকাগুলোর ভেতর দিয়ে।
গাজা থেকে সোমবার তিনটি রকেট নিক্ষেপের কথাও জানায় ইসরাইলি সেনাবাহিনী, যার মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়।
এদিকে, ডানপন্থি নেতা মোশে ফেইগলিন তার নতুন রাজনৈতিক দলের প্রচারণায় বলেন, ‘জেরুজালেম কেবল ইহুদিদের।’
একইদিন, ইসরাইলি সরকার পূর্ব জেরুজালেমের সিলওয়ানে মন্ত্রিসভার বৈঠক করে—যা ফিলিস্তিনি এলাকা হলেও সেখানে রয়েছে ‘সিটি অব ডেভিড’ প্রতœতাত্ত্বিক স্থান।
জাতিসংঘের তীব্র সমালোচনার মুখেও ইসরাইল পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। সোমবার একদল ইসরাইলি পরিত্যক্ত ইউএনআরডব্লিউএ ভবনে জোর করে প্রবেশ করে ‘ইসরাইলি বসতি গঠনের’ ঘোষণা দেয়।
শান্তিপ্রিয় ইসরাইলিরা অবশ্য এক বিকল্প বার্তা পৌঁছে দিতে পথে নেমেছিলেন। তারা গোলাপ ফুল হাতে তুলে দেন ফিলিস্তিনি নাগরিকদের উদ্দেশে। যদিও গাজার বাস্তবতা দেখে অনেকেই তা গ্রহণে অপারগতা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু একইদিন বলেন, জেরুজালেম আমাদেরই থাকবে, অবিভাজ্য ও সম্পূর্ণভাবে ইসরাইলের অধীনে।
১৯৬৭ সালের পর থেকে পূর্ব জেরুজালেমে ইসরাইলি বসতি স্থাপন ধারাবাহিকভাবে বেড়েছে, যা আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ হলেও ইসরায়েল সেসব উপেক্ষা করে চলেছে। জেরুজালেম দিবস তাই আজ শুধু একটি দিবস নয়—এটি রূপ নিয়েছে দখলদারিত্ব, প্রতিরোধ ও পরিচয়ের টানাপড়েনের প্রতীকীতে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640