1. nannunews7@gmail.com : admin :
May 29, 2025, 6:02 am

গাজায় ইসরায়েলের হামলায় ৫৪ ফিলিস্তিনি নিহত

  • প্রকাশিত সময় Tuesday, May 27, 2025
  • 2 বার পড়া হয়েছে

এনএনবি : গাজায় সোমবার ইসরায়েলের বিমান হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ৩৫ জন একটি স্কুল ভবনে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি বলে বিবিসি-কে জানিয়েছেন স্থানীয় হাসপাতাল পরিচালকরা।
গাজা সিটির ফাহমি আল-জারগাওয়ি স্কুলে আশ্রয় নিয়েছিলেন শত শত মানুষ, যাদের বেশিরভাগই বেইত লাহিয়া থেকে পালিয়ে এসেছিলেন। ওই এলাকায় ইসরায়েলের সামরিক অভিযান তীব্র আকার ধারণ করেছে।
হামাস-চালিত গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, স্কুলের দুটি শ্রেণিকক্ষ আগুনে পুড়ে যাওয়ার পর সেখানে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।
হামলার পর হতাহতদের কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। সেগুলোতে দেখা গেছে, কিছু মৃতদেহ মারাত্মকভাবে পুড়ে গেছে।
তবে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা সেখানে হামাস ও ইসলামিক জিহাদের একটি ‘কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
তারা বলছে, হামাস ওই ভবনকে সন্ত্রাসী কার্যক্রমের জন্য ব্যবহার করছিল এবং সাধারণ মানুষকে ‘ঢাল’ হিসেবে ব্যবহার করছিল।
স্থানীয় অ্যাম্বুলেন্স কর্মকর্তা ফারিস আফানা জানিয়েছেন, আগুনে তিনটি শ্রেণিকক্ষ পুড়ে যায়—যেখানে নারী ও শিশুরা ঘুমাচ্ছিলেন।
“আমরা তাদের চিৎকার শুনতে পেলেও আগুনের কারণে কাউকে উদ্ধার করতে পারিনি,” বলেন তিনি। আফানা আরও বলেন, “পরিস্থিতি কতটা ভয়ংকর ছিল আমি তা ভাষায় প্রকাশ করতে পারব না।”
হামলায় নিহতদের মধ্যে উত্তর গাজার হামাস পুলিশের তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ আল-কাসিহ, তার স্ত্রী ও সন্তানরাও রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গাজা সিটির দারাজে আরেকটি স্কুলে ইসরায়েলের হামলায় কয়েকজন নিহত এবং আহত হয়। হামাস পরিচালিত গাজারর স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরুরি সেবা বিভাগ একথা জানিয়েছে।
একই রাতে গাজার জাবালিয়া এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি হামলায় আরও ১৯ জন নিহত হয় বলে জানান, আল-আহলি হাসপাতালের পরিচালক ফাদেল আল-নাঈম।
যদিও, এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী এখনও মন্তব্য করেনি। গত ৪৮ ঘণ্টায় গাজা জুড়ে ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল, যার মধ্যে একটি ছিল গাজার এক চিকিৎসকের বাড়ি—সেখানে তার ১০ সন্তানের মধ্যে ৯ জন নিহত হন।
শনিবার খান ইউনিসে রেড ক্রসের দুই কর্মী নিজ বাড়িতে নিহত হন। সংস্থাটি বলেছে, এ ঘটনায় গাজায় বেসামরিক মৃত্যুর মাত্রা কতটা ভয়াবহ হয়ে উঠেছে, তা আরও স্পষ্ট হয়েছে। তারা আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
এদিকে, গাজায় বিতর্কিতভাবে মানবিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করা একটি মার্কিন ও ইসরায়েল অনুমোদিত সংস্থার প্রধান পদত্যাগ করেছেন।
সংস্থাটি সোমবার থেকে ‘সরাসরি খাদ্য বিতরণ’ শুরু করার কথা জানিয়েছে, যদিও জাতিসংঘসহ বহু মানবিক সংস্থা এই প্রকল্পে অংশ নিচ্ছে না।
এর আগে, গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল পুরো গাজার নিয়ন্ত্রণ নেবে।
গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ইসরায়েল ইতোমধ্যে গাজার প্রায় ৭৭ শতাংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তাদের স্থল বাহিনীর উপস্থিতির মধ্যদিয়ে, এলাকা ছাড়ার বিভিন্ন আদেশের মাধ্যমে এবং অব্যাহত বোমাবর্ষণ করে গাজার বাসিন্দাদের তাদের বাড়িগুলো থেকে দূরে রেখে এ পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েল।
প্রায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি হামলায় গাজা ধ্বংস হয়ে গেছে। এর প্রায় ২৩ লাখ বাসিন্দার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন। আর ভূখ-টিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640