ওলি ইসলাম, ভেড়ামারা থেকে ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, ককটেলসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় অস্ত্রসহ নিজ বাড়ি থেকে সাবেক যুবদল নেতা সামিরুল ইসলাম ও নান্নু আলীকে আটক করা হয়। তারা যথাক্রমে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর গ্রামের আব্দুর রহিম ও পিয়ার আলীর ছেলে। গতকাল ২৫শে মে (রবিবার) ভোর ৫টায় বাহাদুরপুর ইউনিয়নের জামালপুরে অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্রসহ আসামীদেরকে গ্রেফতার করে। ভেড়ামারা থানা সূত্রে জানা যায়, গতকাল ২৫ শে মে রবিবার ভোর ৫টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের জামালপুর ও মেঘনাপাড়ায় সেনাবাহিনী একটি অভিযান পরিচালনা করে। এসময় জামালপুরের বাসিন্দা মো: সামিরুল ইসলামের বাড়ির পেছনের লোহার গেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ রাউন্ড রিভালবারের গুলি, ৪টি অবিস্ফোরিত ককটেল,৭টি বিভিন্ন সাইজের রামদা,২টি চাইনিজ কুড়াল, ২টা ছোরা ও ১টি ঢাল উদ্ধার করা হয়।নান্নুর বাড়ি থেকে অবিস্ফোরিত ৫ টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়াও ঐ এলাকার পরিত্যক্ত জায়গা থেকে আরো ১টি দেশি রিভালবার ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সামিরুল ইসলাম ও নান্নু আলিকে সেনাবাহিনী গ্রেপ্তার করে অস্ত্রসহ ভেড়ামারা থানায় সোপর্দ করে। এ বিষয়ে ভেড়ামারা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায?িত্ব) মোঃ রাকিবুল ইসলাম বলেন, রবিবার সেনাবাহিনী উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় তারা দুজন আসামিসহ ১টি দেশি রিভালবার, ৭রাউন্ড গুলি, অবিস্ফোরিত ৯টি ককটেল,৭টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছোরা ও ১টি ঢাল বুঝিয়ে দেয়। এ বিষয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে ভেড়ামারা থানায় মামলা দেয়া হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply