কাগজ প্রতিবেদক ॥ কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল কুষ্টিয়ার কুমারখালী স্টেশন সংলগ্ন কচুরী রেস্টুরেন্টে বিকাল সাড়ে ৫টায় কুমারখালী সাহিত্য সংসদের আয়োজনে আলোচনা ও কবিতাপাঠের মাধ্যমে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। কুমারখালী সাহিত্য সংসদের সভাপতি কবি রহমান আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মাহমুদ শরীফের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথা সাহিত্যিক ও গবেষক সোহেল আমিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক এস এম আফজাল হোসেন, কবি মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, জেএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মকছেদ আলী, ফজলুর রহমান, মাসুদ সিদ্দিক, বাবুল পিয়ার, শেখ মোহাম্মাদ শাহজাহান, আব্দুল হান্নান ও সাংবাদিক কাজী সাইফুল প্রমুখ। এসময় বক্তারা কুমারখালী যোগেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ে ১৯২৮ সালে কবি কাজী নজরুল ইসলামের আগমন ঘটেছিলো। সেই আগমনকে স্মৃতি হিসেবে ধরে রাখতে কুমারখালী যোগেন্দ্রনাথ মাধ্যমিক বিদ্যালয়ে স্মৃতি স্তম্ভ বা নজরুল মঞ্চ স্থাপনের দাবী জানান। এছাড়াও কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও কবির আত্মার মাগফেরাত কমনা করেন।
Leave a Reply