1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 7:13 pm

সাবানের বিজ্ঞাপনে তামান্না কর্নাটকে ব্যাপক বিক্ষোভ

  • প্রকাশিত সময় Saturday, May 24, 2025
  • 90 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। তাকে কন্নড় ভাষায় গান গাওয়ায় জন্য জোর করলে তিনি প্রতিবাদ করেন। ফলে কর্নাটকের চলচ্চিত্রে এ গায়ক এরই মধ্যেই কোণঠাসা হয়েছেন। সেই ইস্যুর রেশ কাটতে না কাটতেই কর্ণাটকের এসবিআই কর্মীর কন্নড় বলায় আপত্তির ঘটনা নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এমন পরিস্থিতির মাঝেই আবারও ভাষা নিয়ে উত্তাল কর্নাটক। এবার এর রোষানলে পড়েছেন দক্ষিণী সিনেমার নায়িকা তামান্না ভাটিয়া।
সরকারি সাবানের বিজ্ঞাপনী দূত হিসেবে দক্ষিণী এ সুন্দরীকে বেছে নেওয়ায় বিক্ষুদ্ধ হয়েছেন কর্নাটক রাজ্যের বাসিন্দারা। সোশ্যাল মিডিয়াতেও বিক্ষোভের পাহাড়। স্বাভাবিকভাবেই প্রবল সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে সিদ্দারামাইয়ার সরকারকে। প্রতিবাদ এমন পর্যায়ে পৌঁছেছে যে বিতর্কের কারণে শেষমেশ মুখ খুলতে বাধ্য হলেন কর্নাটকের শিল্প-বাণিজ্য মন্ত্রী এমবি পাতিল।
সম্প্রতি তামান্না ভাটিয়ার নাম কর্নাটকের সরকারি সাবান ‘মাইসোর স্যান্ডেল’র বিজ্ঞাপনী দূত হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর থেকেই প্রতিবাদের ঝড়। সংশ্লিষ্ট রাজ্যের বাসিন্দাদের দাবি, কন্নড় চলচ্চিত্রের কোনো নায়িকাকে না বেছে কেন তামান্নাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হলো? প্রশ্ন তুলে একই কণ্ঠে আওয়াজ তুলেছে কর্নাটকবাসীর একাংশ। অনেকে আবার কন্নড় অভিনেত্রী রুক্মিণী বসন্তের নামও প্রস্তাব করেছেন। জানা গেছে, ‘মাইসোর স্যান্ডেল’ সংস্থার সঙ্গে ২ বছরের চুক্তি হয়েছে তামান্নার। যার জন্য মোটা অংকের পারিশ্রমিক পাচ্ছেন তিনি।
একটি সূত্রে জানা গেছে, ৬.২০ কোটি রুপিতে চুক্তিবদ্ধ হন তামান্না। তবে এ প্রতিষ্ঠানকে জাতীয় স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দক্ষিণী সুন্দরীকে নির্বাচন করলেও সেটা ভালো মনে নেয়নি কর্নাটকবাসীদের একাংশ। এরপর প্রতিবাদের আগুন তাদের সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে।
বিপাকে পড়ে সবশেষে সব কিছু নিয়ন্ত্রণ করতে মাঠে নামতে হয় মন্ত্রী এমবি পাতিলকে। তার সোশ্যাল মিডিয়ার পোস্টে তিনি তামান্না ভাটিয়াকে বিজ্ঞাপনী দূত হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন।
এ প্রসঙ্গে পাতিলের ভাষ্য, কন্নড় চলচ্চিত্র শিল্পের প্রতি আমাদের সম্পর্ণ শ্রদ্ধা রয়েছে। এমনকী কিছু কন্নড় সিনেমা তো বলিউড সিনেমার ব্যবসাকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। মাইসোর স্যান্ডেল কর্নাটকে খুব জনপ্রিয় এক প্রসাধনী সংস্থা। এবার সেই জায়গাটা আরও পোক্ত করতে হবে। তবে এবার মাইসোর স্যান্ডেলের ব্যবসার পরিধি বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কারণ এই সাবান আমাদের রাজ্যের গর্ব। কর্নাটকের বাইরেও যাতে এ প্রতিষ্ঠান পৌঁছে যায়, সেই ব্যবস্থা করতেই তামান্নাকে বেছে নেওয়া। কোন দিকগুলো মাথায় রেখে তামান্না ভাটিয়াকে মুখ করা হয়েছে? সেই ব্যাখ্যা দিতে গিয়ে পাতিল লেখেন, বেশ কিছু বিষয় মাথা রাখা আবশ্যিক। যেমন- বিজ্ঞাপনী দূতের সোশ্যাল মিডিয়ায় ক্রেজ কতটা? টার্গেট অডিয়েন্স এবং অন্য রাজ্যে তিনি কতটা গ্রহণযোগ্য? এসব দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640