কাগজ প্রতিবেদক ॥ গত ২৩ মে ২০২৫ রোজ শুক্রবার বেলা ৩ টায় কোর্টপাড়া জেলা কার্যালয়ে শ্রমিক মজলিস কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে পরামর্শ পরিষদের ১ম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও খুলনার জোনাল তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার হাফেজ তরিকুল ইসলাম। অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের জন্য ৯ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা শাখা পুনর্গঠন করা হয়। এতে জামিরুল ইসলাম সাবু সভাপতি ও সোহেল সরোয়ার বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আজিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল ইসলামী যুব মজলিসের জেলা সেক্রেটারী মোঃ শফিউল ইসলাম। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক নয়ন আলী, বায়তুলমাল সম্পাদক আলী হোসেন, প্রচার সম্পাদক ফারুক শেখ, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য জামিরুল হোসেন, সিদ্দিক হোসেন, জয়নাল হোসেন।
Leave a Reply