1. nannunews7@gmail.com : admin :
May 25, 2025, 3:24 am
শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও খলিলুরসহ ৩ উপদেষ্টাকে সরানোর দাবিতে অনড় বিএনপি ভেড়ামারায় জাতীয় পার্টির জনসভায় মহাসচিব আহসান হাবিব লিংকন: তালবাহানা না করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই ইবির ৩৫ শিক্ষার্থী পেল ডিন’স অ্যাওয়ার্ড ফেসবুকে ভাইরাল ফুটেজ দেখে উত্ত্যক্তকারীকে ধরল পুলিশ শ্রমিক মজলিস কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি গঠন কুষ্টিয়া পাউবোর জমিতে ঘর নির্মাণের অভিযোগ, ভোগান্তিতে কৃষক প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক দুই ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চায় বিএনপি একনেকে ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা পুঁজিবাজার থেকে পাচার হয় ১৫ হাজার কোটি টাকা: দেবপ্রিয়

অবশেষে গাজায় প্রবেশ করছে ত্রাণবাহী ট্রাক

  • প্রকাশিত সময় Saturday, May 24, 2025
  • 1 বার পড়া হয়েছে

এনএনবি : টানা ১১ সপ্তাহ অবরোধের পর অবশেষে গাজায় প্রবেশ করেছে মানবিক সহায়তা। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের পাঠানো ১০৭টি ত্রাণবাহী ট্রাক ২২ মে দক্ষিণ-পূর্ব কেরেম শালোম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় ঢুকেছে।
শুক্রবার গাজার প্রবেশপথ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা ইসরাইলি সংস্থা ‘কোগাট’-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
তবে এই ত্রাণ গাজার অসহায় অনাহারক্লিষ্ট ফিলিস্তিনিদের কাছে পৌঁছেছে কি না, তা এখনো নিশ্চিত করেনি জাতিসংঘ।
কোগাটের বক্তব্য, ‘আমরা গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে সহায়তা করে যাব। তবে চেষ্টা করব যেন এই ত্রাণ হামাসের হাতে না পড়ে’।
ইসরাইল হামাসের বিরুদ্ধে ত্রাণ চুরির অভিযোগ আনলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি ‘ভিত্তিহীন’ এ অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএইচও) কর্মকর্তা আঁতোয়ান রেনার্ড বিবিসিকে বলেন, প্রতিদিন ১০০টি ট্রাক শুধু গাজার বাসিন্দাদের খাবারের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য প্রয়োজন।
তবে বিবিসির সংবাদদাতা জেরেমি বোয়েনের মতে, ‘২০ লাখের বেশি গাজাবাসীর জন্য এই ত্রাণ মোট চাহিদার তুলনায় একফোঁটা পানির সমান’।
গাজায় যুদ্ধ শুরুর আগে প্রতিদিন প্রায় ৫০০টি ট্রাক গাজায় প্রবেশ করত। যার মধ্যে থাকত খাবার, ওষুধ, শিশু খাদ্য ও চিকিৎসা সামগ্রী। তবে ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলি আগ্রাসন শুরু হলে এই সংখ্যা অনেক কমে যায়।
এখন জাতিসংঘের বিভিন্ন সংস্থার মতে, গাজার মানবিক সংকট মোকাবিলায় প্রতিদিন অন্তত ৬০০টি ট্রাক প্রয়োজন।
অথচ চলতি বছরে মার্চের শুরু থেকে সব ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয় ইসরাইল। এতে রীতিমত দুর্ভিক্ষের মুখোমুখি হয় গাজাবাসী। মানবিক সংস্থাগুলো বারবার সতর্ক করে বলছে, গাজার ২১ লাখ মানুষ মারাত্মক খাদ্য সংকটের মুখে রয়েছে।
জাতিসংঘ-সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেইজ ক্লাসিফিকেশন বলেছে, সামনের মাসে পাঁচ লাখ মানুষ ‘চরম খাদ্য নিরাপত্তাহীনতায়’ পড়বে। অপুষ্টির মাত্রা এমন হবে যে, এতে শুশু মৃত্যু ও ক্ষুধামৃত্যুর হার বেড়ে যাবে। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640