1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 7:13 pm

বাসায় অগ্নিকা-ে স্ত্রী-সন্তান নিয়ে রক্ষা পেলেন বাপ্পা মজুমদার

  • প্রকাশিত সময় Friday, May 23, 2025
  • 85 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বনানীর বাসায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শিল্পী জানান, বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তবে স্ত্রী-সন্তান নিয়ে সুস্থই আছেন তিনি। কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বাপ্পা মজুমদার জানান, ভোর ৫টার দিকের ঘটনা। বাসার ভবনের নিচতলা থেকে আগুনের সূত্রপাত। ইন্টারকমে কল পেয়ে বাসা থেকে বের হওয়ার সময় দেখেন চারদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে। ঘাবড়ে গিয়ে পরিবারের সদস্যদের নিয়ে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে ছিলেন।
পাশেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ করলে তিনি এলে তার সাহায্যে স্ত্রী তানিয়া হোসাইন ও দুই কন্যাসন্তান নিয়ে বাসা থেকে বের হন বাপ্পা।
বাপ্পা মজুমদার বলেন, ‘অনেক বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলাম। ফায়ার সার্ভিস দ্রুত চলে আসায় আগুন বাড়তে পারেনি। নইলে কী যে হতো ভাবলেই ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। বাসার সবাই এখনো ট্রমায় আছে। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।’
বাপ্পা মজুমদার এক পোস্টে লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ, তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনো ভাবতে কষ্ট হচ্ছে।’

রমার দুই অর্জন
শারমিন রমা একাধারে একজন সংগীতশিল্পী এবং সাংবাদিক। দুই জায়গায়ই সফল এই তারকা সম্প্রতি ভূষিত হলেন দুই সম্মানজনক পুরস্কারে। গণমাধ্যমে অবদানের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি।
সেই সঙ্গে ২০২৩ সালে প্রকাশিত তার একক গান ‘উরু উরু মন’-র জন্য শ্রেষ্ঠ শিল্পী হিসেবে পেয়েছেন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৪’।
নিজের এই অর্জন সম্পর্কে বলতে গিয়ে রমা বলেন, ‘একই সাথে সাংবাদিকতা ও সংগীতের মতো দুটি কঠিন জগতে তাল মিলিয়ে চলাটা কঠিন। কিন্তু এই দুটো জায়গাই আমার ভালোবাসার। এই দুই ক্ষেত্রেই আমি আমার নীতিগত জায়গা থেকে সর্বোচ্চ ভালোটুকু দেওয়ার চেষ্টা করেছি।
আমার এই দুই অর্জনের ভাগিদার আমি একা নই। সাংবাদিকতার ক্ষেত্রে যারা প্রতিনিয়ত আমার পাশে ছিলেন, উৎসাহ দিয়েছেন ও আমার গানের সম্মানিত শ্রোতা এবং আমার গানগুলোর গীতিকার, সুরকারসহ সংগীতের সব গুরু, সহকর্মী- সবাই এই অর্জনের ভাগিদার। সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।’
বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড ‘মাইলস’র সদস্য, স্বনামধন্য সংগীত পরিচালক ও প্রখ্যাত কীবোর্ড বাদক মানাম আহমেদের স্ত্রী রমা। নিয়মিতই গান করে যাচ্ছেন তিনি। ডিস্কোগ্রাফিতে রয়েছে দু’টি একক অ্যালবামসহ আরও কিছু মিক্সড অ্যালবাম। ৫০টির মতো সিনেমায়ও গান গেয়েছেন রমা।
বর্তমানে বিবিসি নিউজ বাংলার টেলিভিশন কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করছেন রমা। তার প্রযোজনায় বর্তমানে সমসাময়িক ঘটনাবলি নিয়ে বিবিসির সংবাদভিত্তিক দুটি জনপ্রিয় টিভি শো বাংলাদেশ ট্রেন্ডিং ও বিবিসি প্রবাহ নিয়মিতভাবে চ্যানেল আই’তে প্রচার হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640