1. nannunews7@gmail.com : admin :
May 22, 2025, 7:32 pm

রাস্তায় ক্ষোভ ঝাড়লেন পিয়া জান্নাতুল

  • প্রকাশিত সময় Thursday, May 22, 2025
  • 2 বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ॥ অভিনেত্রী ও মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাতে দেখা যায়। বর্তমানে ঢাকা শহরকে বলা যেতে পারে আন্দোলনের শহর।
কোনো কিছ্ ুহলেই আন্দোলনের ডাক দিচ্ছে যে কেউ। এতে বেড়েছে ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম। বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করছে শহরবাসী। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল।
২১ মে পিয়ার ফেসবুক ওয়ালে রাস্তার একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা গেলো রাস্তায় হাঁটছেন তিনি। হাঁটতে হাঁটতে তুলে ধরছেন ব্লক হয়ে থাকা রাস্তার চিত্র। ভিডিওর সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঢাকায় সবসময়ই ভয়ঙ্কর ট্রাফিক থাকে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য অনেকবার ভাবতে হয়, কারণ রাস্তায় এত জ্যাম যে সময়ের হিসেব রাখা যায় না। কিন্তু এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ! নানা আন্দোলনের কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ।’
তিনি আরও লিখেছেন, ‘আমার র‌্যাম্প এখন যেন পুরো ঢাকা শহরের রাস্তাঘাট! রাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন আমাদের কাজ হয়ে গেছে। গাড়িতে বসে থাকতে থাকতে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। আগে তো বাসা থেকে গাড়ি নিয়ে বের হতাম। এখন একটা জায়গায় পৌঁছাতে গেলে প্রথমে গাড়িতে উঠি, তারপর হেঁটে চলি, এরপর রিকশায় উঠি, তারপর আবার কোথাও বাইক নেই, আর শেষমেশ আবার হাঁটি।’
শেষে তিনি লিখেছেন, ‘ঠিকমতো কোথাও পৌঁছানোই যাচ্ছে না, কাজ করবো কীভাবে? কাজের থেকে এখন বড় সংগ্রাম একটা জায়গায় পৌঁছানো! কাজের আগে এত স্ট্রাগল করে যখন পৌঁছাই, তখন কাজটা মন দিয়ে করাটাই কঠিন হয়ে পড়ে।’
জান্নাতুল ফেরদৌস পিয়া ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে মডেলিংয়ে যাত্রা শুরু করেন। এরপর ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা এবং মিশরে ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন তিনি।
২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে ‘সুজানা’ চরিত্রে অভিনয় করে হন প্রশংসিত। সে বছরই শিরোনামহীন ব্যান্ডের ‘আবার হাসিমুখ’ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায়। পরে ২০১৫ সালে তিনি একই সঙ্গে বেশ কটি চলচ্চিত্রে কাজ করেন। এর মধ্যে রয়েছে ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘দ্য স্টোরি অব সামারা’।
লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস থেকে আইন বিভাগে স্নাতক শেষ করেন তিনি। বর্তমানে উচ্চ আদালতে আইনজীবী পেশাতে ব্যস্ত রয়েছেন পিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640