এনএনবি : পাকিস্তানের অস্থিরতা কবলিত বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর একটি স্কুলবাস লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন, জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
বুধবার বেলুচিস্তানের খুজদার জেলায় হওয়া এ হামলার জন্য ‘ভারতের প্রতিনিধিত্বকারী সন্ত্রাসীদের’ দায়ী করেছে পাকিস্তান।
খুজদারের জেলা প্রশাসক ইয়াসির ইকবাল জানান, প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি সেনাবাহিনীর পরিচালিত একটি স্কুলের দিকে যাচ্ছিল, তখন হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলায় অন্তত তিন শিশু ও দুই পূর্ণবয়স্ক মানুষ নিহত হয়েছেন।
পাকিস্তানের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার পর দ্রুত বিবৃতি দিয়ে এ সহিংসতার নিন্দা জানান এবং হামলায় ‘ভারতের প্রতিনিধিত্বকারী সন্ত্রাসীরা’ জড়িত আছে বলে অভিযোগ করেন। তবে এই হামলার সঙ্গে নয়া দিল্লির সম্পর্ক থাকার কোনো প্রমাণ তারা শেয়ার করেননি।
রয়টার্স জানায়, ভারত সরকার এ অভিযোগের বিষয়ে তাদের জানানো মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
চলতি মাসের প্রথমদিকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে চারদিন ধরে তীব্র লড়াইয়ের পর ১০ মে থেকে অস্ত্রবিরতি চলছে। কিন্তু তারপরও দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়েই আছে।
বেলুচিস্তান আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হলেও লোকসংখ্যা ক্ষুদ্রতম। এই প্রদেশটির লোকসংখ্যা প্রায় দেড় কোটি। প্রদেশেটিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খনি প্রকল্প থাকলেও কয়েক দশক ধরে চলা সশস্ত্র বিদ্রোহের কারণে এখানে অস্থিরতা বিরাজ করছে।
কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ২০১৪ সালে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর পেশোয়ারে সামরিক বাহিনীর পরিচালিত একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় ১৩০ জনেরও বেশি স্কুলশিশু নিহত হয়, যা ছিল পাকিস্তানের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী হামলা।
তখন ওই হামলায় দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান।
গত কয়েক বছর ধরে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হামলার সংখ্যাও বেড়েছে। চলতি বছরের মার্চে প্রদেশটির অন্যতম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বিস্ফোরণ ঘটিয়ে রেলপথ উড়িয়ে দিয়ে একটি ট্রেনের যাত্রীদের জিম্মি করেছিল। সামরিক বাহিনী অভিযান চালিয়ে বহু যাত্রীকে উদ্ধার করলেও এ ঘটনায় ৩১ জন নিহত হন।
পাকিস্তানের বেলুচিস্তানে স্কুলবাস লক্ষ্য
করে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ৫
এনএনবি : পাকিস্তানের অস্থিরতা কবলিত বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর একটি স্কুলবাস লক্ষ্য করে চালানো এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত তিন শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন, জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।
বুধবার বেলুচিস্তানের খুজদার জেলায় হওয়া এ হামলার জন্য ‘ভারতের প্রতিনিধিত্বকারী সন্ত্রাসীদের’ দায়ী করেছে পাকিস্তান।
খুজদারের জেলা প্রশাসক ইয়াসির ইকবাল জানান, প্রায় ৪০ জন শিক্ষার্থী নিয়ে বাসটি সেনাবাহিনীর পরিচালিত একটি স্কুলের দিকে যাচ্ছিল, তখন হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন।
এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলায় অন্তত তিন শিশু ও দুই পূর্ণবয়স্ক মানুষ নিহত হয়েছেন।
পাকিস্তানের সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলার পর দ্রুত বিবৃতি দিয়ে এ সহিংসতার নিন্দা জানান এবং হামলায় ‘ভারতের প্রতিনিধিত্বকারী সন্ত্রাসীরা’ জড়িত আছে বলে অভিযোগ করেন। তবে এই হামলার সঙ্গে নয়া দিল্লির সম্পর্ক থাকার কোনো প্রমাণ তারা শেয়ার করেননি।
রয়টার্স জানায়, ভারত সরকার এ অভিযোগের বিষয়ে তাদের জানানো মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
চলতি মাসের প্রথমদিকে পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে চারদিন ধরে তীব্র লড়াইয়ের পর ১০ মে থেকে অস্ত্রবিরতি চলছে। কিন্তু তারপরও দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়েই আছে।
বেলুচিস্তান আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ হলেও লোকসংখ্যা ক্ষুদ্রতম। এই প্রদেশটির লোকসংখ্যা প্রায় দেড় কোটি। প্রদেশেটিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ খনি প্রকল্প থাকলেও কয়েক দশক ধরে চলা সশস্ত্র বিদ্রোহের কারণে এখানে অস্থিরতা বিরাজ করছে।
কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। ২০১৪ সালে পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর পেশোয়ারে সামরিক বাহিনীর পরিচালিত একটি স্কুলে ভয়াবহ হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই হামলায় ১৩০ জনেরও বেশি স্কুলশিশু নিহত হয়, যা ছিল পাকিস্তানের ইতিহাসে অন্যতম প্রাণঘাতী হামলা।
তখন ওই হামলায় দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান।
গত কয়েক বছর ধরে বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর হামলার সংখ্যাও বেড়েছে। চলতি বছরের মার্চে প্রদেশটির অন্যতম বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি বিস্ফোরণ ঘটিয়ে রেলপথ উড়িয়ে দিয়ে একটি ট্রেনের যাত্রীদের জিম্মি করেছিল। সামরিক বাহিনী অভিযান চালিয়ে বহু যাত্রীকে উদ্ধার করলেও এ ঘটনায় ৩১ জন নিহত হন।
Leave a Reply