1. nannunews7@gmail.com : admin :
May 22, 2025, 7:12 pm

‘পাকিস্তানি গুপ্তচর’ ইউটিউবারের পরবর্তী গন্তব্য ছিল বাংলাদেশ: এনডিটিভি

  • প্রকাশিত সময় Thursday, May 22, 2025
  • 1 বার পড়া হয়েছে

এনএনবি : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে তদন্তে বাংলাদেশের সঙ্গে তার সংযোগের বিষয়টি উঠে আসায় গোয়েন্দা সংস্থাগুলো তাকে আরও সন্দেহ ও তদন্তের আওতায় এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
জ্যোতির বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তাদের কাছে গোপনীয় ও কৌশলগত তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে। তার সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কর্মীসহ একাধিক পাকিস্তানি এজেন্টের যোগাযোগ ছিল বলেও সন্দেহ ভারতীয় কর্মকর্তাদের।
জ্যোতির বিরুদ্ধে ওই এজেন্টদের সঙ্গে যোগসাজশে পাকিস্তানি ভাবধারা প্রচার এবং সোশ্যাল মিডিয়া উপস্থিতিকে কাজে লাগিয়ে স্থানীয়দের প্রভাবিত করার চেষ্টা নিয়ে হরিয়ানা পুলিশের তদন্তে বাংলাদেশ সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, যাতে দেখা যায় তিনি শিগগিরই বাংলাদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন, বলছে এনডিটিভি।
ভিসার জন্য জ্যোতির করা একটি আবেদনপত্রও হাতে পেয়েছে পুলিশ, যাতে তার ভ্রমণ তালিকার পরবর্তী গন্তব্যে যে বাংলাদেশ ছিল তা দেখা যাচ্ছে। জ্যোতির নাম লেখা ওই আবেদনপত্রে ‘অস্থায়ী ঠিকানা’ হিসেবে আছে উত্তরার এক জায়গার নাম।
ভিডিও শুটের আড়ালে তার উদ্দেশ্য ছিল বাংলাদেশি সহযোগীদের সঙ্গে কাজের সমন্বয় করা, তারিখবিহীন ওই আবেদনপত্র দেখে তদন্ত দল এমনটাই সন্দেহ করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
পাকিস্তানি গোয়েন্দা কর্মীদের সঙ্গে যোগসাজশের অভিযোগ নিয়ে মঙ্গলবার ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ও গোয়েন্দা ব্যুরো (আইবি) এই সন্দেহভাজন গুপ্তচর ভিডিও ব্লগারকে ব্যাপক জিজ্ঞাসাবাদও করেছে।
পাকিস্তান, চীন ও অন্যান্য দেশে জ্যোতির সাম্প্রতিক সফর সংক্রান্ত নানান তথ্য এখন খতিয়ে দেখা হচ্ছে বলে তদন্ত সম্বন্ধে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।
জিজ্ঞাসাবাদে জ্যোতি ছিলেন ‘নির্বিকার’, ‘মত প্রকাশের জন্যই’ তাকে নিশানা বানানো হয়েছে বলে তিনি জোরের সঙ্গে বলছেন বলেও খবর পাওয়া যাচ্ছে।
পাকিস্তানি গোয়েন্দা কর্মীদের কাছে এই ইউটিউবারের সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগ জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই উদ্বেগ নতুন মাত্রায় পৌঁছেছে।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর সেখানে জ্যোতির ভ্রমণ পরিকল্পনা এই উদ্বেগ আরও বাড়িয়েছে, বলছে এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640