1. nannunews7@gmail.com : admin :
November 9, 2025, 9:40 pm
শিরোনাম :
কুষ্টিয়ার নতুন ডিসি ইকবাল হোসেন, আবু হাসনাত মোহাম্মদ আরেফীন হবিগঞ্জে কুষ্টিয়ার পদ্মার চরে তিন জেলার যৌথ বাহিনীর সাঁড়াশী অভিযান দৌলতপুরে ক্লিনিক মালিক সমিতির উদ্যোগে অপারেশনমূল্য নির্ধারণ মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলমডাঙ্গায় ছাত্রদলের আলোচনা সভা কিশোরকে অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেল ছিনতাই, থানায় অভিযোগ মেছো বিড়াল সংরক্ষণে জীবননগরে ‘ওয়াইল্ড লাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ’-এর জনসচেতনতা মূলক প্রচারণা কুষ্টিয়ায় চলতি বছরে সাপের কামড়ে ৮ জনের মৃত্ব্য সিরিজে লিড নিল নিউজিল্যান্ড নভেম্বরের ৮ দিনে রেমিট্যান্স এলো ৯১৯৮ হাজার কোটি টাকা মির্জা ফখরুল দেশের সব সংকট নাটক, মানুষ আসলে ভোট দিতে চায়

চামড়া সংরক্ষণে এতিমখানা ও মাদ্রাসায় ৩০ হাজার টন লবণ দেবে সরকার

  • প্রকাশিত সময় Wednesday, May 21, 2025
  • 118 বার পড়া হয়েছে

ঢাকা অফিস॥  কোরবানির চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত না হওয়া পর্যন্ত তা সংরক্ষণের জন্য সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেবে সরকার। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোরবানিবিষয়ক আন্তমন্ত্রণালয় কমিটির প্রথম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন এবং কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়ার ওপর গরিব-এতিমের হক রয়েছে। এই মূল্য যেন যথাযথভাবে প্রাপ্ত হয়, সে জন্যই সরকার ৩০ হাজার টন লবণ মাদ্রাসা ও এতিমখানাগুলোতে সরবরাহ করবে। চামড়ার সঠিক দাম না পাওয়া পর্যন্ত তারা এটি সংরক্ষণ করতে পারবে।’

বৈঠকের মূল আলোকপাত ছিল কোরবানির চামড়ার সঠিক সংগ্রহ ও সংরক্ষণে করণীয় এবং দাম নিশ্চিত করতে সম্ভাব্য রাষ্ট্রীয় হস্তক্ষেপের বিষয়। তবে আজকের বৈঠকে চামড়ার চূড়ান্ত মূল্য নির্ধারিত হয়নি। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার ফের বৈঠক বসবে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ বছর চামড়ার দাম গত বছরের তুলনায় বেশি হবে।

উপদেষ্টা আরও জানান, আগে সারা দেশে একযোগে প্রচুর কাঁচা চামড়া বাজারে আসায় সংরক্ষণের অভাবে অনেকে কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন। এবার সেই পরিস্থিতি এড়াতে স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ ও ভিডিও নির্দেশনা ছড়িয়ে দেওয়া হবে, যাতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো নিজেরাই সংরক্ষণের উদ্যোগ নিতে পারে।

সরকার পশুর হাটের ব্যবস্থাপনার দিকেও বিশেষ নজর দিচ্ছে। বৈঠকে নির্ধারিত হাটের বাইরে পশু কেনাবেচা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি হাসিল ৫ শতাংশ থেকে কমানোর প্রস্তাবও বিবেচনায় নেওয়া হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও জানান, যদি চামড়ার ন্যায্যমূল্য না পাওয়া যায়, তবে সরকার সরাসরি রপ্তানির পথে হাঁটবে। তিনি বলেন, ‘দাম না পেলে আমরা নিজ উদ্যোগে কাঁচা চামড়া রপ্তানি করব।’

বৈঠকে অংশ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, সুষ্ঠু বাজার ও পরিবহনের পাশাপাশি এবার দাম নিশ্চিত করা হবে। পশুর প্রতি নিষ্ঠুরতা ও ক্ষতিকর ওষুধ প্রয়োগ রোধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ জানান, চাঁদাবাজি দমনে পুলিশ ও হাইওয়ে পুলিশ মাঠে থাকবে, পাশাপাশি সেনাবাহিনীও সার্বিক সহায়তা দেবে। গঠিত হবে কেন্দ্রীয় সেল, হটলাইন ও ৯৯৯-এ ফোন করেও অভিযোগ জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার কোরবানির চামড়া ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় একটি উচ্চপর্যায়ের ১৭ সদস্যবিশিষ্ট আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়, যার আহ্বায়ক করা হয় বাণিজ্য উপদেষ্টাকে। কমিটিতে স্বরাষ্ট্র, শিল্প, পরিবেশ, স্থানীয় সরকার, ধর্ম, সড়ক পরিবহনসহ বিভিন্ন খাতের উপদেষ্টা, সরকারি ও বেসরকারি প্রতিনিধিরা আছেন।

কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে চামড়ার সুষ্ঠু সংগ্রহ, সংরক্ষণ, সঠিক মূল্য নিশ্চিতকরণ ছাড়াও কোরবানির হাট, পশু পরিবহন, পশুর প্রতি নিষ্ঠুরতা রোধ, সাভার চামড়াশিল্প নগরীসহ দেশজুড়ে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বার্থরক্ষায় নির্দেশনা দেওয়া।

আজকের বৈঠকে চামড়ার দামের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দু হলেও তা চূড়ান্ত হয়নি। তবে আগামীকালের বৈঠকে চামড়ার দাম চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640