1. nannunews7@gmail.com : admin :
November 10, 2025, 5:09 pm

বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত, ধরন ‘গুরুতর’

  • প্রকাশিত সময় Tuesday, May 20, 2025
  • 79 বার পড়া হয়েছে

এনএনবি : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়েছে, যা হাড়ে ছড়িয়েছে।
রোববার তার দপ্তর জানায়, জানুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার পর গত সপ্তাহে মূত্র সংক্রান্ত উপসর্গ নিয়ে বাইডেন ডাক্তার দেখান। এরপর শুক্রবার তার ক্যান্সার শনাক্ত হয়।
বিবিসি লিখেছে, এই ক্যান্সারটি খুব গুরুতর ধরনের, যার গ্লিসন স্কোর ১০-এর মধ্যে ৯। ক্যান্সার রিসার্চ ইউক বলছে, এটি ‘হাই-গ্রেড’ হিসেবে শ্রেণিবদ্ধ; যার অর্থ ক্যান্সার কোষগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
বাইডেন ও তার পরিবার একাধিক চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করছেন। তার দপ্তর জানিয়েছে, এই ক্যান্সার ‘হরমোন-সেনসিটিভ’, অর্থাৎ এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
রোববারের বিবৃতিতে বলা হয়, “গত সপ্তাহে প্রস্রাবের বিভিন্ন উপসর্গ বাড়ার পর প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট পি- শনাক্ত হয়। শুক্রবার তার প্রোস্টেট ক্যান্সার শনাক্ত হয়, যার গ্লিসন স্কোর ৯ (গ্রেড গ্রুপ ৫) এবং হাড়ে ক্যান্সার কোষ ছড়িয়েছে। যদিও ক্যান্সারটি গুরুতর ধরনের, তবে তা হরমোন-সেনসিটিভ হওয়ায় চিকিৎসা কাজে দিতে পারে।”
বাইডেনের ক্যান্সার শনাক্তের খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক সব পক্ষ তার পাশে দাঁড়িয়েছে।
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ট্রুথ সোশালে লিখেছেন, জো বাইডেনের অসুস্থতার খবরে মেলানিয়া ও তিনি মর্মাহত।
“জিল ও তার পরিবারের প্রতি আমরা গভীর সহমর্মিতা ও শুভ কামনা জানাই। জো’র আশু আরোগ্য কামনা করি।”
বাইডেন প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এক্স পোস্টে লিখেছেন, তিনি ও তার স্বামী ডগ এমহফ প্রার্থনায় রেখেছেন বাইডেন পরিবারকে।
“জো একজন লড়াকু- আমি জানি, তিনি তার চিরাচরিত দৃঢ়তা, সহিষ্ণুতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে এই সংকট মোকাবিলা করবেন।”
২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গী হিসেবে ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন জো বাইডেন।
ওবামা এক্স পোস্টে বলেছেন, তিনি ও তার স্ত্রী মিশেল পুরো বাইডেন পরিবারের কথা ভাবছেন।
“ক্যানসারের নানা রকম চিকিৎসা উদ্ভাবনে জো’র চেয়ে কেউ বেশি কাজ করেনি এবং আমি নিশ্চিত যে তিনি স্বভাবসুলভ দৃঢ়তা ও মর্যাদার সঙ্গে এই চ্যালেঞ্জের মোকাবিলা করবেন। আমরা তার দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
গত বছরের জুনে ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরম্যান্সের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাইডেন।
গত বছরের জুনে ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরম্যান্সের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাইডেন।
সাবেক এই প্রেসিডেন্ট ২০১৬ সালে ‘ক্যান্সার মুনশট’ শীর্ষক একটি কর্মসূচি চালু করেন এবং ঘোষণা দেন যে, এটির নেতৃত্ব দেবেন বাইডেন।
বিবিসি লিখেছে, স্বাস্থ্য ও বয়সজনিত কারণে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রায় এক বছর বাদে বাইডেনের ক্যান্সার আক্রান্তের খবর এল। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি বয়সে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন।
তখন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে পুনর্র্নিবাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন বাইডেন, কিন্তু জুন মাসে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি টেলিভিশন বিতর্কে দুর্বল পারফরম্যান্সের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন। পরে প্রার্থী হিসেবে বাইডেনের জায়গায় আসেন তার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
ক্লিভল্যান্ড ক্লিনিকের তথ্য অনুযায়ী, পুরুষের ক্ষেত্রে ত্বকের ক্যান্সারের পর প্রোস্টেট ক্যান্সারই বেশি হয়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযাযী, প্রতি ১০০ জন পুরুষের মধ্যে ১৩ জনের জীবনের কোনো না কোনো সময় প্রস্টেট ক্যান্সার হতে পারে।
সিডিসি বলছে, এই ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ হচ্ছে বয়স।
আমেরিকান ক্যান্সার সোসাইটির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং প্রশিক্ষিত প্রস্টেট ক্যান্সার চিকিৎসক উইলিয়াম ডাহুট বিবিসিকে বলেন, বাইডেনের রোগ পরীক্ষা নিয়ে যেসব তথ্য প্রকাশ্যে এসেছে, তা থেকে বোঝা যায় ক্যান্সারটি অপেক্ষাকৃত গুরুতর প্রকৃতির।
“সাধারণভাবে যদি ক্যান্সার হাড়ে ছড়িয়ে পড়ে, তাহলে আমরা এটিকে আর নিরাময়যোগ্য হিসেবে বিবেচনা করি না।”
ডা. ডাহুট এও বলেছেন, বেশিরভাগ রোগী প্রাথমিক চিকিৎসায় ভালো সাড়া দেন এবং এই রোগ নিয়ে মানুষ অনেক বছর বেঁচে থাকতে পারেন।
তিনি বলেন, সাবেক প্রেসিডেন্টের এই রোগ ধরা পড়ায় সম্ভবত তাকে হরমোন থেরাপি দেওয়া হবে, যাতে উপসর্গগুলো কমানো যায় এবং ক্যান্সার কোষের বৃদ্ধি মন্থর করা যায়।
বিবিসি লিখেছে, হোয়াইট হাউস ছাড়ার পর থেকে বাইডেন নিজেকে জনসমাগম থেকে দূরে রাখেন এবং খুব কমই প্রকাশ্যে আসেন। গত এপ্রিলে শিকাগোতে একটি সম্মেলনে তাকে মূল বক্তব্য দিতে দেখা গেছে। ওই অনুষ্ঠানের আয়োজক ছিল ‘অ্যাডভোকেটস, কাউন্সেলরস অ্যান্ড রিপ্রেজেন্টেটিভস ফর দ্য ডিসএবল্ড’ নামের একটি মার্কিন প্রতিবন্ধী অধিকার সংগঠন।
হোয়াইট হাউস ছাড়ার পর চলতি মাসে প্রথমবারের মতো সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন বাইডেন। বিবিসিকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, ২০২৪ সালের নির্বাচনি লড়াই থেকে সরে আসার সিদ্ধান্ত তার জন্য ‘কঠিন’ ছিল।
সাম্প্রতিক মাসগুলোতে বাইডেনের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নানা আলোচনা হয়।
মে মাসে দদ্য ভিউ’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি হোয়াইট হাউজের শেষ বছরে মানসিক সক্ষমতা কমার দাবি উড়িয়ে দিয়েছেন। তার ভাষ্য, “এর পক্ষে কোনো প্রমাণ নেই।”
অনেক বছর ধরে বাইডেন ক্যান্সার গবেষণার পক্ষে কাজ করে আসছেন। ২০২২ সালে তিনি ও তার স্ত্রী ‘ক্যান্সার মুনশট’ উদ্যোগটি ফের চালু করেন, যার লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে ৪০ লাখেরও বেশি ক্যান্সারজনিত মৃত্যু মোকাবেলায় গবেষণা ত্বরান্বিত করা।
বাইডেনের জ্যেষ্ঠ পুত্র বো ২০১৫ সালে মস্তিষ্কের ক্যান্সারে মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও সংবাদ
© All rights reserved © 2020 Kushtiarkagoj
Design By Rubel Ahammed Nannu : 01711011640